এনসিপির জন্য ‘শাপলার কলি’ প্রতীকের প্রস্তাব করেছিলেন রাশেদ খান

নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধন এনে প্রতীক তালিকায় নতুন করে যুক্ত করা হয়েছে ‘শাপলা কলি’। দীর্ঘদিন ধরেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizen Party – NCP) তাদের রাজনৈতিক প্রতীক হিসেবে ‘শাপলা’ দাবি করে আসছিল। কিন্তু নির্বাচন কমিশনের (ইসি) আগের তালিকায় সেই প্রতীক না থাকায়, কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই।

অবশেষে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাচন কমিশন (Election Commission) তালিকায় যুক্ত করেছে ‘শাপলা কলি’। প্রজ্ঞাপন জারির পর এনসিপি নেতারা জানিয়েছেন, ইসির তালিকায় নব সংযোজিত প্রতীক ‘শাপলা কলি’ এবার তাদেরই দেওয়া হচ্ছে।

এদিকে রাজনৈতিক মহলে আলোচনায় এসেছে, এর আগেই এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক দেওয়ার প্রস্তাব করেছিলেন রাশেদ খান (Rashed Khan), যিনি গণ অধিকার পরিষদ (Gono Odhikar Parishad)-এর সাধারণ সম্পাদক।

গত ১৫ অক্টোবর এক টেলিভিশন টক শোতে অংশ নিয়ে রাশেদ খান বলেন, “শাপলার কলি দিয়ে হলেও এনসিপি ও ইসির এই বিষয়টা মীমাংসা করা দরকার। আমার মনে হয়, এনসিপিও এটা মেনে নেবে। মোটামুটি তারা শাপলা চায়, শাপলার কলিও শাপলার মতো দেখতে। এটা তাদের দিয়ে দেওয়া যেতে পারে।”

রাজনৈতিক অঙ্গনে এই বক্তব্যের পর থেকেই অনেকে বিষয়টিকে প্রতীকের সমাধানের সম্ভাব্য পথ হিসেবে দেখেছিলেন। আর ঠিক সেই পথেই যেন এগিয়েছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *