নভেম্বরে গণভোটের দাবিতে আজ নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াতসহ সমমনা আট দল

নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami) ও সমমনা আটটি রাজনৈতিক দল। আজ সোমবার এই জোটের শীর্ষনেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিস (Bangladesh Khilafat Majlis) কার্যালয়ে ওই বৈঠক ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সংগঠনটির প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ জানিয়েছেন, সোমবার সকাল ১১টায় আট দলের শীর্ষনেতাদের বৈঠক বসবে। সেখানেই নতুন কর্মসূচির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর দুপুর সাড়ে ১২টায় যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হবে কর্মসূচিটি।

এর আগে পাঁচ দফা দাবিতে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে রাজধানী থেকে শুরু করে বিভাগীয় ও জেলা শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এই সমমনা দলগুলো। সর্বশেষ গত বৃহস্পতিবার আগারগাঁওয়ে তারা একত্রিত হয়ে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করে।

আন্দোলনে যুক্ত দলগুলোর মধ্যে রয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ডেভেলপমেন্ট পার্টি।

এই আট দলের যৌথ দাবিগুলোর মধ্যে অন্যতম হলো— জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ দ্রুত জারি এবং ওই আদেশের ওপর নভেম্বর মাসেই গণভোট আয়োজন করা। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু করা, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার কার্যকরভাবে সম্পন্ন করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪-দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করা।

আগামী সোমবারের বৈঠকে এই দাবিগুলো বাস্তবায়নের পরবর্তী কর্মপন্থা নির্ধারণের পাশাপাশি আন্দোলনের নতুন ধাপের দিকনির্দেশনা আসবে বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন এর ঠিক মাস তিনেক আগে তাদের এই ঘোষণা জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যা ভোটার মাঠে দলগুলির জন্য বিপদের কারন হতে পারে। বিশেষ করে এই এত দলের মধ্যে আকিদাগত মতভিন্নতা থাকায় তাদের এই যৌথ আন্দোলন ঠিক কতটুকু প্রভাব বিস্তার করতে পারে তা নিয়েও রয়েছে নানা সন্দেহ। বিশেষ করে রাজনীতির অন্দরমহলে কানাঘুষা রয়েছে এর মধ্যে অন্তত ২টি দল ইতিমধ্যেই বিএনপি’র সাথে যোগাযোগ রাখা করে চলছে , তারা বিএনপি’র তরফ থেকে জোটের হয়ে নির্বাচনের সবুজ সংকেত পেলেই সরে আসতে প্রস্তুত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *