আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচনী মাঠে প্রস্তুতি জোরদার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizens’ Party – NCP)। দলের শীর্ষ পর্যায়ের নেতারা কে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়ে পরিষ্কার ধারণা মিলেছে।
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি-র আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid Islam) প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা-১১ আসনে। রংপুর-৪ আসনে প্রার্থী হবেন সদস্য সচিব আখতার হোসেন, আর ঢাকা-৯ আসনে সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা (Dr. Tasnim Zara)।
এছাড়া ঢাকা-১৮ আসনে লড়বেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (Nasiruddin Patwari)। কুমিল্লা-৪ আসনে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়-১ আসনে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, নোয়াখালী-৬ আসনে সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ, ঢাকা-১৪ আসনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং নরসিংদী-২ আসনে যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের একটি হোটেলে বিভাগের চারটি জেলার এনসিপি আহ্বায়ক এবং সদস্য সচিবদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সাক্ষাৎকার-পরবর্তী সংবাদ সম্মেলনে সারজিস আলম জানান, “আগামী নির্বাচনে এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সংগঠনকে শক্তিশালী করাই আমাদের প্রধান লক্ষ্য। যদি ডিসেম্বরের মধ্যে প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করা যায়, তবে আমরা ৩০০ আসনেই শক্ত প্রার্থী দিতে পারব।”
তিনি আরও বলেন, এনসিপি একটি আদর্শিক দল, যারা তরুণ নেতৃত্ব এবং সংগঠনের বিস্তারে বিশ্বাসী। মূল লক্ষ্য—গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা।


