চট্টগ্রামের ঘোষিত ১০ আসনে হুম্মাম কাদের সহ পাঁচ নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি (BNP) চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)। ঘোষিত তালিকায় রয়েছে একাধিক নতুন মুখ, যারা বিগত সময়ে রাজপথে সক্রিয় ছিলেন। তবে কিছু আসনে প্রার্থী নিয়ে তৃণমূলে অসন্তোষের কথাও উঠছে।

ঘোষিত ১০টি আসনের প্রার্থীরা হলেন
চট্টগ্রাম-১: নুরুল আমিন (উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক)
চট্টগ্রাম-২: সরওয়ার আলমগীর (উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক)
চট্টগ্রাম-৪: কাজী সালাহউদ্দীন (উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক)
চট্টগ্রাম-৫: ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন (বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক)
চট্টগ্রাম-৭: হুম্মাম কাদের চৌধুরী (বিএনপির কেন্দ্রীয় সদস্য)
চট্টগ্রাম-৮: এরশাদ উল্লাহ (চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক)
চট্টগ্রাম-১০: আমীর খসরু মাহমুদ চৌধুরী (স্থায়ী কমিটির সদস্য)
চট্টগ্রাম-১২: মো. এনামুল হক (দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক)
চট্টগ্রাম-১৩: সরওয়ার জামাল নিজাম (বিএনপির কেন্দ্রীয় সদস্য)
চট্টগ্রাম-১৬:** মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা (দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক)

নতুন মুখে যারা আসছেন নির্বাচনী লড়াইয়ে:
চট্টগ্রাম-২, ৪, ৫, ৭ ও ১৬ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে এমন নেতাদের যারা এবারই প্রথম ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন। সরওয়ার আলমগীর, কাজী সালাহউদ্দীন, ব্যারিস্টার মীর হেলাল, হুম্মাম কাদের চৌধুরী ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা—এই পাঁচজন ইতোমধ্যে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, তবে এবার প্রথমবারের মতো প্রার্থী হলেন।

চট্টগ্রাম-৪ আসনে চমক
এই আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী (Aslam Chowdhury)-কে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে তার এক সময়ের ঘনিষ্ঠ অনুসারী কাজী সালাহউদ্দীনকে। অনেকেই এটিকে ‘চমক’ হিসেবেই দেখছেন।

চট্টগ্রাম-৯ আসনে বিভ্রান্তি ও অভ্যন্তরীণ চাপ
প্রথমে চট্টগ্রাম-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা আবু সুফিয়ানের নাম ঘোষণা করা হলেও পরে সেটি স্থগিত করা হয়। স্থানীয় সূত্র বলছে, চট্টগ্রাম-৯ আসনে দীর্ঘদিন ধরে কাজ করছেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তার বদলে যদি অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়, তবে দলীয় সমর্থন ধরে রাখা কঠিন হবে। আবু সুফিয়ান নিজেও আগের দুই নির্বাচনে চট্টগ্রাম-৮ আসন থেকে পরাজিত হয়েছেন।

চট্টগ্রামের অন্যান্য আসন—চট্টগ্রাম-৩, ৬, ৯, ১১, ১৪ ও ১৫—এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি। সেগুলোর নাম পরবর্তীতে জানানো হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *