ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman) জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami) কোনো ধরনের জোটে অংশ নেবে না, তবে নির্বাচনী সমঝোতার পথ খোলা রয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর (Sylhet Osmani International Airport)-এ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব। নির্বাচন না হলে দেশে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।” তিনি মনে করেন, শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ায় সকলকে সম্পৃক্ত করেই নির্বাচনের পথ প্রশস্ত করতে হবে।
নির্বাচন পদ্ধতি ও আওয়ামী লীগের অবস্থান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “আগামী নির্বাচনে আওয়ামী লীগের (Awami League) থাকার কোনো সুযোগ নেই।” তিনি আরও বলেন, “আমরা পিআর পদ্ধতির (Proportional Representation) নির্বাচনের পক্ষে। এ পদ্ধতি আমাদের শ্রেষ্ঠ দাবি। আমরা বিশ্বাস করি, সাধারণ মানুষও এই পদ্ধতিকে সমর্থন করবে।”
বিদেশ সফর এবং প্রবাসী বাংলাদেশিদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “প্রবাসী ভাইবোনদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তারা বুকভরা ভালোবাসা নিয়ে এসেছেন। সেই ভালোবাসায় আমি আপ্লুত। তাদের আকাশসমান প্রত্যাশা রয়েছে এই জাতির কাছে। তারা জাতি বিনির্মাণে অবদান রাখতে চান, বিনিময়ে তারা কেবল সম্মান চান।”
প্রবাসীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনে ঘাটতির কথাও অকপটে স্বীকার করে জামায়াত আমির বলেন, “যদিও তাদের সীমাহীন অবদান রয়েছে, তবুও আমরা এখনো তাদের প্রাপ্য সম্মান দিতে পারিনি। এটি একটি জাতিগত ব্যর্থতা।”
এদিন সিলেটে পৌঁছানোর মাধ্যমে শফিকুর রহমান দলের আমির হিসেবে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজ জন্মভূমিতে পা রাখেন। এই উপলক্ষে হাজারো নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানান। তারা ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ ভালোবাসায় সিক্ত করেন দলপ্রধানকে।
সিলেট পৌঁছেই তিনি জেলা ও মহানগর জামায়াত আয়োজিত পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন। নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভা, দিকনির্দেশনা প্রদান এবং আগাম নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয় এসব কর্মসূচিতে।


