দল নিবন্ধনের দাবিতে অনশন অব্যাহত, ‘৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই’—ইসি সচিব

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার দাবিতে টানা অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আমজনতার দল-এর সদস্যসচিব তারেক রহমান (Tarek Rahman)। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে তিনি এই আমরণ অনশন শুরু করেছেন ১২৩ ঘণ্টা আগে। তবে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (Election Commission)-এর সিনিয়র সচিব আখতার আহমেদ (Akhtar Ahmed)।

রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই। আপনি আমাকে বলেন—ইলেকশন কমিশন কি রুলসের বাইরে যেতে পারবে? সুতরাং—আপনি আপনার উত্তর পেয়ে গেছেন।”

এদিকে অনশনের কারণে তারেক রহমানের শারীরিক অবস্থা বেশ খারাপ হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মূল গেটের সামনে দেখা যায়, স্যালাইন লাগানো অবস্থায় তিনি মাটিতে শুয়ে আছেন। খুব কম কথা বলছেন, চোখও অধিকাংশ সময় বন্ধ। তবুও তিনি অনশনে অটল থাকার ইঙ্গিত দিয়েছেন।

নিজের অবস্থান জানাতে ধীরে ফিসফিস করে তারেক রহমান বলেন, “অবশ্যই আমি আমার সিদ্ধান্তে অনড় আছি। এটা চলবে, অবশ্যই চলবে। ওরা তিনটা উপজেলা কোথায় পেলো? পরে সেটা ৩৩ হলো কীভাবে? এটা আমি মানতে পারছি না।”

তিনি জানান, অনশন শুরু করার পর থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আর কেউ যোগাযোগ করেনি। “সেদিন এক উপসচিব এসেছিলেন। তারপর আর কেউ আসেনি। কোনো চিঠিও দেয়নি।”

তবে শারীরিক দুর্বলতা ও ব্যথা থাকা সত্ত্বেও অনশন চালিয়ে যাওয়ার সংকল্প তাঁর এখনো অটুট। “শরীরে ব্যথা হচ্ছে। তবুও আমি অনশন চালিয়ে যেতে চাই,” বলেন তিনি।

গত মঙ্গলবার (৪ নভেম্বর) চূড়ান্ত পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন যে তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত জানায়, তাদের মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (NCP), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। বিজ্ঞপ্তি জারি করে দাবি-আপত্তির পর্যায় শেষে তাদের আনুষ্ঠানিক নিবন্ধন প্রদান করা হবে।

সে তালিকায় ছিল না আমজনতার দল। ওই সিদ্ধান্ত ঘোষণার পরপরই নির্বাচন ভবনের প্রধান ফটকে এসে অনশনে বসেন তারেক রহমান, যা এখন শতাধিক ঘণ্টা অতিক্রম করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *