নির্বাচনের ময়দানে প্রার্থী হতে গিয়ে নিজের টাকায় পোস্টার ছাপিয়ে তাতে ‘প্রচারে এলাকাবাসী’ লিখতে হয়—এই বাস্তবতাই ভাবতে কষ্ট হয়, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (NCP)–এর যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু।
শনিবার (৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক পোস্টে তিনি এই অভিব্যক্তি জানান।
সেই পোস্টে একটি ফটোকার্ডও শেয়ার করেন ডা. মিতু। জানা যায়, তার অনুসারীদের কেউ একজন এই ফটোকার্ডটি তৈরি করেছিলেন। পোস্টটি শেয়ার করে তিনি লেখেন,
“এই ফটোকার্ড কে বানাইছেন? সে একটু কমেন্ট করেন। ইলেকশন ম্যাটার না, ফটোকার্ড সুন্দর হইছে তাই আপলোডের লোভ সামলাতে পারলাম না।”
অনুসারীদের বানানো সেই ফটোকার্ডে দাবি করা হয়েছে, ঝালকাঠি-১ আসনে এনসিপির হয়ে শাপলার কলিতে লড়বেন ডা. মাহমুদা আলম মিতু। যদিও তার পোস্টের ভাষা ও ভঙ্গি থেকে বোঝা যায়, বিষয়টি ছিল রসিকতা ও আত্মসমালোচনার মিশেল।
এরপর নিজের মনের কথা প্রকাশ করে এনসিপি নেত্রী লিখেছেন,
“একটা জিনিস ভাবলেই শরম লাগে। ইলেকশন করতে হলে নিজের পয়সায় পোস্টার বানিয়ে, নিজেই প্রচার করে সেটা আবার ‘প্রচারে এলাকাবাসী’ লেইখা প্রচার করতে হয়। কী একটা অবস্থা। শুরুটাই হয় এলাকাবাসীর মাথায় কাঁঠাল ভেঙে।”
তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্য করেছেন, রাজনীতিতে এমন আত্মসমালোচনামূলক রসবোধ এখন বিরল। কেউ কেউ আবার তার বক্তব্যে রাজনৈতিক ব্যবস্থার এক বাস্তব প্রতিচ্ছবি দেখেছেন।


