বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যাসহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী (Selina Hayat Ivy) জামিন পেয়েছেন।
রোববার দুপুরে বিচারপতি এ এস এম আব্দুল মোবিন (A.S.M Abdul Mobin) এবং বিচারপতি সগীর হোসেন (Sagir Hossain)-এর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।
গত ৯ মে শহরের পশ্চিম দেওভোগে নিজ বাসভবন থেকে সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পোশাক শ্রমিক মিনারুল হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে আদালতে হাজির করা হলে আদালত সেদিনই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর ২৭ মে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে পুনরায় আদালতে হাজির করা হলে আদালত আবারও তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অবশেষে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর রবিবার হাইকোর্ট থেকে পাঁচটি মামলাতেই জামিন পেলেন আইভী।


