সালাউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতা দলের তারেক রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ (Salahuddin Ahmed)-এর অনুরোধে অবশেষে অনশন কর্মসূচি ভেঙেছেন আমজনতা দল (Aam Janata Dal)-এর সদস্য সচিব তারেক রহমান (Tarek Rahman)। রবিবার (৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর নির্বাচন ভবনের মূল ফটকে এই অনশন ভাঙার ঘটনা ঘটে।

সেখানে উপস্থিত থেকে সালাউদ্দিন আহমদ নিজ হাতে পানি পান করিয়ে তারেক রহমানের অনশন ভাঙান। দীর্ঘ সময়ের অনশন শেষে মুহূর্তটি ছিল আবেগঘন ও স্বস্তির। উপস্থিত নেতা-কর্মীরা তখন করতালি ও স্লোগানে পুরো পরিবেশ মুখর করে তোলেন।

সালাউদ্দিন আহমদ তখন বলেন, “আগামীকাল আমরা আপিল আবেদন করব। পাশাপাশি কয়েকটি অফিসের মধ্যেও সংস্কার আনব। এখন তোমার অনশন ভাঙা উচিত।” তাঁর এই আশ্বাস ও আবেগময় অনুরোধেই অনশন শেষ করার সিদ্ধান্ত নেন তারেক রহমান।

অনশন ভাঙার পর পরই তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত নির্বাচন ভবনের সামনে থেকে সরিয়ে নেন তাঁর সমর্থকরা। সারাদিনের অনশন ও শারীরিক দুর্বলতার কারণে তাঁকে চিকিৎসার জন্য নেওয়া হয় বলেও জানান উপস্থিতরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *