শহীদ মীর মুগ্ধের দাফনে বাধা দিয়েছে আওয়ামী লীগ—এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন তার জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। রোববার (৯ নভেম্বর) বিকেলে শিবগঞ্জ শহরের শহীদ মীর মুগ্ধ স্কয়ারে আয়োজিত ছাত্র-জনতার এক সমাবেশে তিনি বলেন, “মীর মুগ্ধ যখন শহীদ হন, তখন তার লাশ দাফনের জন্য কোনো কবরস্থানে আওয়ামী লীগ আমাদের জায়গা দেয়নি। আমরা বাধ্য হয়ে প্রত্যন্ত এক এলাকায় গিয়ে এমনভাবে দাফন করি, যেখানে পুলিশের নজর পড়বে না।”
সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি আরও বলেন, “খুনি হাসিনা সরকারের মন্ত্রীসহ অনেক উচ্চপদস্থ কর্মকর্তা আমাদের বাসায় এসেছিল ব্ল্যাঙ্ক চেক নিয়ে। আমাদের ঘরে থাকতে না দিয়ে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে, আত্মগোপনে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। অবশেষে ৫ আগস্ট আমরা মুক্তি পাই। আমি বিশ্ববাসীকে দেখাতে চেয়েছি, কীভাবে খুনি হাসিনা আমার ভাইকে হত্যা করেছে। আমরা বারবার বলেছি, তার সঙ্গে কোনো আপোষ নয়।”
সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া মীর স্নিগ্ধ আরও বলেন, “শুধু ২০২৪ সালের অভ্যুত্থান নয়, আওয়ামী লীগ সরকার বিএনপির ওপর নানাভাবে নির্যাতন চালিয়েছে। গুম, খুন আর ভয় দেখিয়ে আমাদের আত্মগোপনে যেতে বাধ্য করেছে।”
তার বক্তব্যে উঠে আসে দলের সর্বোচ্চ নেতৃত্বের কথাও। বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন, সেই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা খুনি হাসিনার তৈরি করা সরকার ব্যবস্থাকে চিরতরে কবর দেব।”
উল্লেখ্য, শহীদ মীর মুগ্ধকে কেন্দ্র করে শিবগঞ্জে এই সমাবেশ আয়োজিত হয়, যেখানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তব্যে মীর স্নিগ্ধ বারবার বর্তমান সরকারকে ‘খুনি’ আখ্যা দিয়ে তীব্র ভাষায় নিন্দা জানান।


