নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizen Party)-এর মশাল মিছিলে আকস্মিকভাবে এক যুবকের উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় মুহূর্তেই চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রতিবাদে মশাল মিছিল বের করে এনসিপি। মিছিলটি চাষাড়া সলিমুল্লাহ সড়ক অতিক্রম করে বাগে জান্নাত জামে মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ সামনের দিক থেকে এক যুবক জোরে চিৎকার করে বলেন, “জয় বাংলা!”—এই আকস্মিক স্লোগানেই মিছিলের সারিতে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মিছিলের অংশগ্রহণকারীরা হতচকিত হয়ে পড়েন, কয়েকজন কর্মী ওই যুবককে ধরার জন্য ধাওয়া করলেও তিনি মসজিদের পাশের সরু গলিপথে ঢুকে দ্রুত পালিয়ে যান। বহুক্ষণ খোঁজাখুঁজির পরও তাকে আর পাওয়া যায়নি। তবে কিছুটা সময়ের বিশৃঙ্খলার পর নেতাকর্মীরা পরিস্থিতি সামলে মিছিল পুনরায় শুরু করেন।
এই মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী (Shawkat Ali), জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান (Nirab Raihan), জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সাবেক মুখপাত্র সারফারাজ হক সজিবসহ এনসিপি, জাতীয় যুবশক্তি, ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে শওকত আলী বলেন, “মিশনপাড়া এলাকায় মিছিলের পেছনে থাকা এক যুবক হঠাৎ চিৎকার করে বলল, ‘আমি জয় বাংলা করি, আমারে কিছু কর!’ তখন আমাদের মিছিলে কয়েকজন নারী সদস্যও ছিলেন। তাদের একজন ডাক দিলে আমরা ছেলেটিকে ধরতে যাই, কিন্তু সে দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে আর পাওয়া যায়নি।”
তিনি আরও জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও মিছিলটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে এবং নেতাকর্মীরা নির্ধারিত পথ অনুযায়ী কর্মসূচি সম্পন্ন করেছেন।


