আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে টানা ৯ দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (Lt. Gen. (Retd.) Md. Jahangir Alam Chowdhury)। শনিবার দুপুরে পটুয়াখালী (Patuakhali) সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি জানান—নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের দিন এবং পরে আরও তিন দিন আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। প্রয়োজন হলে সময়সীমা সামঞ্জস্য করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
উপদেষ্টা জানান, বর্তমানে ৩০ হাজার সেনা সদস্য মাঠে থাকলেও নির্বাচনের সময় তা বাড়িয়ে প্রায় এক লাখে উন্নীত করা হবে। এ ছাড়া প্রায় দেড় লাখ পুলিশ সদস্য, ৩৫ হাজার বিজিবি সদস্য, পাঁচ হাজার নৌবাহিনী সদস্য, চার হাজার কোস্টগার্ড সদস্য, আট হাজার র্যাব সদস্য এবং আনুমানিক সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। আনসার সদস্যদের নিরাপত্তা জোরদারে অস্ত্র ও বডি ক্যামেরা সরবরাহ করা হবে।
নির্বাচন ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কার অবকাশ নেই উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সব বাহিনী প্রস্তুত, এবং নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে। তিনি এও জানান যে জাতীয় সংসদ নির্বাচন (National Parliamentary Election) ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, অর্থাৎ রোজার আগেই অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে প্রশাসনে রদবদল করা হবে।
এ সময় তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের মামলার রায় আগামী ১৭ নভেম্বর ঘোষণার কথা রয়েছে। সেই দিন ও আগের-পরে দেশজুড়ে অতিরিক্ত সতর্কতা বজায় থাকবে, যাতে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না হয়।


