ধানমণ্ডি-৩২-এ বুলডোজার আটকে দিল সেনাবাহিনী

ধানমণ্ডি-৩২ নম্বরে আবারও উত্তেজনা—সোমবার দুপুরে দুটি বুলডোজার প্রবেশের চেষ্টা করলে তা আটকে দেয় সেনাবাহিনী। তারা স্পষ্ট জানিয়ে দেয়, দেশের প্রচলিত আইনের বাইরে কোনো কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হবে না।

সোমবার দুপুর ১২টার দিকে দুটি বুলডোজার একটি ট্রাকে করে ধানমণ্ডি ৩২ (Dhanmondi 32)-এ নিয়ে আসা হয়। এ সময় বুলডোজারের ওপর অবস্থান নেওয়া কয়েকজন তরুণ ‘স্লোগান’ দিতে শুরু করে, যা মুহূর্তেই পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে।

এরপর সেনাবাহিনী দ্রুত সেখানে অবস্থান নেয় এবং পুরো এলাকা ঘিরে ফেলে। সেনা সদস্যরা জানিয়ে দেন, এই ধরনের পদক্ষেপ সংবিধান ও প্রচলিত আইনের পরিপন্থী, তাই তা অনুমোদনযোগ্য নয়।

ঘটনাস্থলে উপস্থিত নাহিদ হাসান, যিনি নিজেকে ‘জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের’ আহ্বায়ক হিসেবে পরিচয় দেন, বলেন, “যেবার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রথম বক্তব্য দিয়েছিলেন, সেইবারই আমরা ধানমণ্ডি ৩২ ভেঙেছিলাম। তবে তখন পুরোপুরি নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি। আজ শেখ হাসিনার রায়ের দিনে আমরা আশা করছি, তার রাজনীতি চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে।”

প্রসঙ্গত, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একদল ব্যক্তি হঠাৎ করেই ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িতে একটি বুলডোজার নিয়ে হামলা চালায়। ওই রাতে একটি এক্সকাভেটরও আনা হয়েছিল সেখানে।

তারও আগে, গত বছরের ৫ আগস্ট, আওয়ামী লীগ (Awami League) সরকারের পতনের পর ছাত্র-জনতার একটি অংশ ধানমণ্ডি-৩২-এর সেই ঐতিহাসিক বাড়িতে আগুন লাগিয়ে দেয়। বাড়িটি ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এসব ঘটনায় একাধিক মহলে উদ্বেগ ও নিন্দা প্রকাশ পায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *