মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)-র মৃত্যুদণ্ড ঘোষণার রায়কে ‘একটি মাইলফলক’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন (Ishraque Hossain)। সোমবার (১৭ নভেম্বর) বিকেল পৌনে ৫টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ইশরাক লেখেন, “নিঃসন্দেহে আজকের এই রায় একটি মাইলফলক। তবে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম যেন বিজয় উল্লাসের মধ্যেই থেমে না যায়। গণহত্যার পক্ষে যাদের ভূমিকা আছে, তাদের প্রত্যেকের বিচার অবশ্যই হতে হবে। বাংলাদেশের ইতিহাসে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের চূড়ান্ত দাফন নিশ্চিত না হওয়া পর্যন্ত জনগণের লড়াই যেন থেমে না যায়।”
এর আগে বিকাল সোয়া ৩টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)-এর কন্যা শামারুহ মির্জা (Shamaruh Mirza) ফেসবুকে তার প্রতিক্রিয়ায় জানান, “রায় দিল! আব্বুকে ফোন করলাম! কাঁদলাম! সেই ২০১৩ থেকে আমি অপেক্ষা করছিলাম! আমাদের জীবনের যে ভয়াবহ ক্ষতি করেছিল হাসিনা, কতবার ভেবেছি, কবে সুযোগ আসবে।”
তিনি আরও লেখেন, “আমি মামলা করব, আমাদের মানসিক, শারীরিক এবং আর্থিক ক্ষতি করার জন্য। এই ১২ বছরে কত লাখ লাখ পরিবার শেষ করেছে হাসিনা। কত মানুষ খুন করেছে, গুম করেছে! মজলুমের দোয়া আজ কবুল হলো। আল্লাহ সর্বশক্তিমান।”
প্রসঙ্গত, সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার (Golam Mortuza Mojumdar)-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগে রায় ঘোষণা করেন।
দ্বিতীয় অভিযোগে তাকে মৃত্যুদণ্ড এবং প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (Asaduzzaman Khan Kamal)-কেও মৃত্যুদণ্ড দেন আদালত। অপরদিকে, রাজসাক্ষী হিসেবে সহায়তা করায় সাবেক আইজিপি চৌধুরী মামুন (Chowdhury Mamun)-কে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এই রায়কে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। বিএনপি শিবিরে এই রায় স্বস্তি ও ‘ন্যায়বিচারের জয়’ হিসেবে দেখা হচ্ছে।


