তারেকের ‘আমজনতার দল’সহ সাতটি দলের নিবন্ধন নিয়ে পুনর্বিবেচনার সিদ্ধান্ত ইসির

নির্বাচন কমিশন (ইসি) (Election Commission) তারেক রহমান সংশ্লিষ্ট ‘আমজনতার দল’সহ সাতটি রাজনৈতিক দলের নিবন্ধন পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে। দলগুলোর আবেদন একাধিকবার যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ (Akhtar Ahmed)।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, “এবার ১৪৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে ১২১টি আবেদন নামঞ্জুর করেছি। বাকি দলগুলোর মধ্যে আপত্তি আহ্বান করে তিনটি দল নিয়ে—এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এবং আমজনতার দল—পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আমজনতার দলের বিরুদ্ধে কিছু আপত্তি এসেছে, বাকি দুটি দলের বিষয়ে কোনো আপত্তি আসেনি, তাই তাদের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”

পুনর্বিবেচনার তালিকায় থাকা সাতটি রাজনৈতিক দল হলো:
– বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ
– গণতান্ত্রিক পার্টি
– জাসদ-শাহজাহান সিরাজ
– জাতীয় জনতা পার্টি
– জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি
– আমজনতার দল
– জনতার দল

এই দলগুলোর বিষয়ে নতুন করে তদন্ত ও পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ইসি সচিব।

ডেসটিনি গ্রপের রফিকুল আমীনের গড়া আম জনগণ পার্টি বিষয়ে আপত্তি পাওয়ায় তা পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর বিরুদ্ধে কোনো আপত্তি না থাকায় তাদের নিবন্ধন দেওয়া হচ্ছে।

এ বিষয়ে সিদ্ধান্তে সময় লাগছে কেন—জানতে চাইলে আখতার আহমেদ বলেন, “কমিশন যতদিন না মনে করবে যে এই কার্যক্রম বন্ধ করতে হবে, ততদিন চলবে। এখনই কোনো নির্দিষ্ট সময়সীমা বলা যাচ্ছে না।”

আরো প্রশ্ন ওঠে, শেষ মুহূর্তে নিবন্ধন পেলে এসব দল ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ পাবে কি না। ইসি সচিব বলেন, “সেটা দেওয়ার চেষ্টা আমরা করব।”

গণভোট বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ জানান, “এ বিষয়ে আমরা এখনো কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলেই গণমাধ্যমকে জানানো হবে।”

ইসির চলমান সংলাপে জাতীয় পার্টি ও ১৪ দলকে ডাকা হবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা জানতে হলে অপেক্ষা করতে হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *