‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে রাজধানীর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (Md. Shahabuddin) ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)। শুক্রবার (২১ নভেম্বর) সকালেই তাঁরা একযোগে এই শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে দেশের তিন বাহিনীর প্রধানগণ নিজ নিজ বাহিনীর পক্ষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (General Waqar-uz-Zaman), নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান (Admiral Mohammad Nazmul Hassan) এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান (Air Chief Marshal Hasan Mahmood Khan) একে একে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে দিনের সূচনার অংশ হিসেবে দেশের সকল সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমান ঘাঁটির মসজিদগুলোতে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। ফজরের নামাজের পর এ মোনাজাতে জাতির মঙ্গল ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক পৃথক বাণী প্রদান করেছেন। তাদের বাণীতে মুক্তিযুদ্ধের গৌরবগাথা এবং সশস্ত্র বাহিনীর অব্যাহত সাফল্যের কথা বিশেষভাবে তুলে ধরা হয়।


