রাজধানীতে সকালের তীব্র ভূমিকম্পের ধাক্কায় বংশালের কসাইতলীতে এক পাঁচতলা ভবনের রেলিং ভেঙে পড়ে অন্তত তিন পথচারীর মৃত্যু হয়েছে—এমন তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার ডিউটি অফিসার। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে সময় সংবাদকে তিনি জানান, রেলিংটি হঠাৎ নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।
নিহতদের মরদেহ বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল—যা সাধারণভাবে মিডফোর্ড নামে পরিচিত—সেখানে রাখা হয়েছে। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, মৃতদের একজন শিশু। আরেকজন এই মেডিকেল কলেজেরই ৫২ ব্যাচের শিক্ষার্থী রাফিউল। তৃতীয় জনের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।
ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, রেলিং ভেঙে পড়ার পর রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে নিহতদের দেহ। আশপাশের মানুষ ছুটে এসে তাদের উদ্ধার চেষ্টা করেন। ফুটেজে অন্তত একজনের মুখ ও মাথার সামনের অংশ মারাত্মকভাবে থেতলে যাওয়ার দৃশ্যও দেখা গেছে।
এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে ভবন হেলে পড়া ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।
আবহাওয়া অধিদফতর (Bangladesh Meteorological Department) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে মাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৭, যা মধ্যম মাত্রার বলে উল্লেখ করেছে সংস্থাটি।
ভূমিকম্পের সময় রাজধানীর অনেক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল বলে জানা গেছে।
কালাচাঁদপুরের বাসিন্দা আফরোজা খানম লাকি জানান, ‘আমাদের বাসা ৭ তলায়। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে পুরো ভবন দুলতে থাকে, জোর শব্দ হয়, বাসার জিনিসপত্র এদিক–ওদিক পড়ে যায়। আমরা দৌড়ে নিচে নামতে শুরু করলাম, কিছুক্ষণ পর কম্পনটা থেমে যায়।’
পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকার বাসিন্দা সুশান্ত দাস বলেন, ‘জুরি কাজ করতে করতে লক্ষ্য করলাম ভূমিকম্প হচ্ছে। বৈদ্যুতিক খুঁটি প্রচণ্ডভাবে দুলছিল, মনে হচ্ছিল এখনই তার ছিঁড়ে পড়বে। বাসার সবাই নিচে নেমে আসে, কেউ কেউ চিৎকারও করছিল।’
গোপালগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরা, নরসিংদী, যশোর, জামালপুর, দিনাজপুর, ঝালকাঠি, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, বাগেরহাট, মাদারীপুর, শেরপুর, সিলেট, ফেনী ও খুলনা—এসব জেলা থেকেও সময় সংবাদ প্রতিনিধিরা ভূমিকম্পের তীব্রতা অনুভূত হওয়ার তথ্য জানিয়েছেন।


