ঢাকাসহ দেশের বিস্তীর্ণ এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) সকালেই কেঁপে ওঠে মাটি। রিখটার স্কেলে ৫.৫ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী (Madhabdi), আর কেন্দ্রস্থলে আঘাত হানার পর মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের জেলাগুলোতে।
প্রাথমিক হিসাবে জানা গেছে, ভূমিকম্পে নরসিংদীতে অন্তত ৫৫ জন আহত হয়েছেন। স্থানীয় বিভিন্ন স্থাপনা থেকে পড়ে যাওয়া বস্তু এবং হঠাৎ ধাক্কায় দৌড়াদৌড়ির সময় অনেকে আঘাত পান। এর মধ্যে একটি ভবনের ছাদের রেলিং ভেঙে একসঙ্গে তিনজন গুরুতর আহত হওয়ার তথ্যও মিলেছে।
আহতদের সেবায় ব্যস্ত হয়ে ওঠে নরসিংদী (Narsingdi) জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা। নরসিংদী সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা গুলশান আরা কবির (Gulshan Ara Kabir) নিশ্চিত করেছেন যে, আহতদের বেশিরভাগকে দ্রুতই স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।


