রাজধানী ঢাকা (Dhaka)সহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ কম্পনে ঢাকার আশপাশে আতঙ্ক তৈরি হলেও আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন—ঘটনাটি ভয়াবহ নয়, বরং মধ্যম মাত্রার ভূমিকম্প হিসেবেই বিবেচিত।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার কিছু পর কম্পনটি অনুভূত হয়। মুহূর্তের মধ্যে ভবন কেঁপে ওঠায় রাজধানীতে ভয় ছড়িয়ে পড়ে। তবে এর মাঝেই আশ্বস্ত করে কথা বলেছে আবহাওয়া দফতর।
এ বিষয়ে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির (Tariful Newaz Kabir) গণমাধ্যমকে জানান, কিছুক্ষণ আগে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে, সেটি মধ্যম বা মডারেট মাত্রার। তার ভাষায়, শক্তি খুব বেশি ছিল না, কিন্তু অনুভূতি তুলনামূলক বেশি হওয়ায় অনেকে আতঙ্কিত হয়েছেন।
তিনি আরও ব্যাখ্যা করেন, মাঝারি মাত্রার ভূমিকম্পে কখনও কখনও আফটারশক হওয়ার সম্ভাবনা থাকে। তবে এই ক্ষেত্রে আপাতত এমন কোনো শঙ্কা দেখা যাচ্ছে না। তার কথায়, “সব সময় যে আফটারশক হবে, তা নয়; মাঝারি মাত্রার বেশিরভাগ ভূমিকম্পেই তীব্রতা দেখা যায় না।”
সব মিলিয়ে, প্রাথমিক বিশ্লেষণে আবহাওয়া দফতর জানিয়েছে—ভূমিকম্পটি উদ্বেগ তৈরি করলেও পরবর্তী ঝুঁকির সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে না।


