পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শামীম সাঈদী (Shamim Saeedi) বলেছেন, ১৯৭১ সালে যে সোনার বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এগোতে চান তিনি। দুর্নীতি ও বেকারত্বমুক্ত একটি দেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এবার আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানুষের অধিকারের মূল্য থাকবে, আর রাষ্ট্র পরিচালনায় থাকবে স্বচ্ছতা।”
শুক্রবার (২১ নভেম্বর) সকালে পিরোজপুরের সুটিয়াকাঠী ইউনিয়ন শাখা জামায়াতের আয়োজনে সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ বক্তব্য দেন।
সমাবেশে হিন্দু ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যেমন মুসলমানরা জীবন দিয়েছেন, হিন্দুরাও তেমনই জীবন উৎসর্গ করেছেন; একইভাবে ২০২৪ সালের আন্দোলনেও দুই সম্প্রদায়ের মানুষই ত্যাগ স্বীকার করেছেন। তিনি আরও বলেন, ‘সংখ্যালঘু’ শব্দ দিয়ে মানুষকে আলাদা করে রাখা ঠিক নয়। “মসজিদের মতো মন্দিরও পাহারা দেওয়ার প্রয়োজন নেই—সব ধর্মীয় উপাসনালয় থাকবে নিরাপদ ও উন্মুক্ত।” এ সময় তিনি ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগের হাতে নিহত বিশ্বজিৎকে স্মরণ করেন।
দুর্নীতির প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জামায়াতের কোনো এমপি বা মন্ত্রীর বিরুদ্ধে কখনও দুর্নীতির অভিযোগ ছিল না। তার ভাষায়, “যারা ৩/৪ কোটি টাকা খরচ করে নির্বাচনে আসে, তারা নির্বাচিত হয়ে জনগণের জন্য কোনো উন্নয়ন করতে পারে না। যদি আপনার ভোট টাকায় কিনেই নেয়, তবে তারা উন্নয়ন করবে কেন? আজ ভোট বিক্রি হয় ছাগলের দামের চেয়েও কমে।”
বিদেশে অর্থপাচার নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, “হাসিনা সরকার যেভাবে জনগণকে ভোট দিতে দেয়নি, আবার অনেকের ভোটও কিনে নিয়েছে—এভাবে নির্বাচন হলে আবার কানাডার বেগমপাড়ার মতো নতুন জায়গা তৈরি হবে। এবার অর্থপাচারের কেন্দ্র হবে দুবাই, মালয়েশিয়া আর সিঙ্গাপুর।”
তিনি আরও বলেন, যারা দাঁড়িপাল্লার বিজয় চায়, তারা বসে থাকলে হবে না। পরিবার, বন্ধু ও আত্মীয়দের ভোট দিতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।


