সশস্ত্র বাহিনী দিবসের মর্যাদাপূর্ণ আয়োজনে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজধানীর সেনাকুঞ্জে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। যথাযথ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত এই আয়োজনে একসঙ্গে দেখা গেল দেশের বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতাদের, যাদের মধ্যে ছিলেন ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus), বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (Khaleda Zia) এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman)।
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে জামায়াত আমির শফিকুর রহমানের সৌজন্য কুশল বিনিময় ঘটে, যা উপস্থিত অনেকের নজর কাড়ে।
এদিন এক বছরের ব্যবধানে আবারও সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি এসে প্রধান উপদেষ্টা ইউনূসের পাশে বসেন এবং একসঙ্গে উপভোগ করেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান।
বিকেল ৪টার দিকে গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান তিন বাহিনীর প্রধানরা—সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
এই গুরুত্বপূর্ণ আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, হাফিজ উদ্দিন আহমেদ।
এছাড়া ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব।
সেনাকুঞ্জে এমন বৈচিত্র্যপূর্ণ রাজনৈতিক উপস্থিতি দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিরল ছবি তুলে ধরে, যেখানে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে একত্রিত হলেন নেতারা।


