ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)–এর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ বলে হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেটি বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ (Dr. Syed Refaat Ahmed)–এর নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় দেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রিটকারীর করা লিভ টু আপিল (Leave to Appeal) আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। ফলে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রেফারেন্স এবং হাইকোর্টের ব্যাখ্যার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়ার সাংবিধানিক বৈধতা পুনর্ব্যক্ত হলো।
এই রায়ের মাধ্যমে স্পষ্ট হলো যে, অন্তর্বর্তী সরকারের অধীনে বর্তমান শাসনব্যবস্থা কোনো সাংবিধানিক সংকটে নেই এবং ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আইনগত ভিত্তি প্রশ্নবিদ্ধ নয়।


