বিএনপির (BNP) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)-কে দেখতে আজ শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান (Zubaida Rahman)। সকাল ১১টা ৫৩ মিনিটে তিনি হাসপাতালের জরুরি লিফট দিয়ে সরাসরি খালেদা জিয়ার কেবিনে পৌঁছান।
তার আগমনকে কেন্দ্র করে হাসপাতালের ভেতরে ও বাইরে নিরাপত্তা জোরদার করা হয়। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ দলীয় নেতারা।
এর আগে, লন্ডন থেকে যাত্রা করে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জুবাইদা রহমান। খালেদা জিয়ার চিকিৎসা ও সম্ভাব্য লন্ডন যাত্রাকে কেন্দ্র করে তার এই আগমন বলে জানায় দলীয় সূত্র।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত সাপেক্ষে খালেদা জিয়াকে আগামী রোববার (৭ ডিসেম্বর) লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি ত্রুটির কারণে শুক্রবার ঢাকায় পৌঁছাতে পারেনি। সব ঠিক থাকলে শনিবার এটি পৌঁছাতে পারে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)।
তিনি বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার উপযোগী হয় এবং মেডিকেল বোর্ড সম্মতি দেয়, তাহলে ইনশাআল্লাহ রোববার তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।”
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে উদ্বেগ বিরাজ করছে। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি, যেখানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারকি করছে।
বিএনপির একটি সূত্র জানায়, ফুসফুসে সংক্রমণজনিত জটিলতা কিছুটা উন্নতির দিকে, হৃদ্যন্ত্রের সমস্যা কিছুটা কমেছে। তবে অন্যান্য জটিলতা এখনো অপরিবর্তিত রয়েছে। গত ২৩ নভেম্বর রাত থেকে তিনি এ হাসপাতালে চিকিৎসাধীন।
খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ শুক্রবার বাদ জুমা বিএনপির পক্ষ থেকে সারা দেশের মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। একইসঙ্গে অন্তর্বর্তী সরকার (Interim Government) এক বিবৃতিতে খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় দেশের মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানিয়েছে।
খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন ছয়জন চিকিৎসক, পুত্রবধূ শামিলা রহমানসহ মোট ১৪ জন। তবে সবকিছু নির্ভর করছে তার স্বাস্থ্য ও মেডিকেল বোর্ডের চূড়ান্ত মতের ওপর।


