বিএনপি (BNP) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia)-র অসুস্থতার সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী (Amir Khasru Mahmud Chowdhury)। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “বেগম জিয়ার অসুস্থতা আগামী নির্বাচনকে কোনোভাবেই প্রভাবিত করবে না। গণতান্ত্রিক সরকার গঠনের জন্য জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই তার মূল আকাঙ্ক্ষা ছিল সবসময়। এজন্যই তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।”
আমীর খসরু স্পষ্ট করে বলেন, “খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কেউ যেন রাজনীতি না করে। নির্বাচন পেছানোর কোনো ইস্যু এখানে নেই। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি সব সময় অগ্রণী ছিলেন। তার এই পরিস্থিতির সঙ্গে ভোটের সময়সূচির কোনো সংযোগ নেই।”
সভায় তিনি আরও জানান, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সব প্রস্তুতি শেষ হয়েছে। চিকিৎসকদের সবুজ সংকেত পেলেই তাকে লন্ডন (London) নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য।
খসরু বলেন, “আমরা সবদিক থেকে প্রস্তুত। বিদেশি বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা যাতে দ্রুত শুরু করা যায়, সেই লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা সম্পন্ন হয়েছে।”
এই বক্তব্যের মাধ্যমে বিএনপি নেতারা খালেদা জিয়ার অসুস্থতাকে ঘিরে যেকোনো ধরনের রাজনৈতিক জল্পনা-কল্পনার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।


