আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁওয়ে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেছে জাতীয় পার্টির একাংশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এই বৈঠকে নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
জোট গঠনের উদ্দেশ্যে আয়োজিত এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, জনতা পার্টি বাংলাদেশ-এর চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন ও মহাসচিব সাংবাদিক শওকত মাহমুদ, জাতীয় ইসলামিক মহাজোট-এর চেয়ারম্যান আবু নাসের ওহেদ ফারুক, বাংলাদেশ মুসলিম লীগ-এর একাংশের চেয়ারম্যান জুবায়দা কাদের চৌধুরী, বাংলাদেশ লেবার পার্টি-র একাংশের চেয়ারম্যান সেকান্দার আলী মনি।
এছাড়া বৈঠকে অংশগ্রহণ করেন বাংলাদেশ স্বাধীনতা পার্টি-র চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, বাংলাদেশ স্বাধীন জোট-এর চেয়ারম্যান মির্জা আজম, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন-এর চেয়ারম্যান এ আর এম জাফরুল্লাহ চৌধুরী এবং বাংলাদেশ কল্যাণ পার্টি-র সাংগঠনিক সম্পাদক রাব্বি চৌধুরী।
জাতীয় পার্টির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান শাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, মোস্তফা আল মাহমুদ এবং প্রেসিডিয়াম সদস্য সর্দার শাজাহান, ফখরুল আহসান শাহজাদা।
বৈঠকে উপস্থিত নেতারা জানান, নির্বাচনের প্রাক্কালে একটি কার্যকর রাজনৈতিক মঞ্চ তৈরি করতেই এ ধরনের আলোচনার আয়োজন। জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে আগামী ৮ ডিসেম্বর, বেলা ১১টায়। এই মঞ্চ থেকে নির্বাচনী কৌশল ও প্রার্থীতা সংক্রান্ত দিকনির্দেশনা দেওয়ার কথাও জানানো হয়।
এই বৈঠকের মাধ্যমে স্পষ্ট যে জাতীয় পার্টির এই অংশ নিজেদের আলাদা অবস্থান গড়ে তুলতে এবং একাধিক ছোট দলকে সঙ্গে নিয়ে নির্বাচনী লড়াইয়ে নিজেদের অবস্থান মজবুত করতে চায়।


