বরিশাল-এর গৌরনদী-মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিত নতুন সেতুর নামকরণকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। এই উত্তেজনার জেরে পণ্ড হয়ে গেছে সেতুটির উদ্বোধনী অনুষ্ঠান। শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের কাজিরচরে আয়োজিত অনুষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা।
অনুষ্ঠানটি অনলাইনে উদ্বোধন করার কথা ছিল অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। তবে তিনি যুক্ত হওয়ার আগেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা প্যান্ডেলে হামলা চালিয়ে পুরো অনুষ্ঠান বন্ধ করে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৬১৯ মিটার দীর্ঘ এই সেতুটি ‘সৌহার্দ্য সেতু’ নামে স্থানীয়দের মাঝে পরিচিত ছিল। কিন্তু হঠাৎ করেই এলজিইডি-র আওতায় নির্মিত এই সেতুর নাম পরিবর্তন করে ‘৩৬ জুলাই সেতু’ রাখা হয়, যা স্থানীয়দের জানানো হয়নি। এ নামকরণকে অবান্তর ও অযৌক্তিক দাবি করে তারা ক্ষোভে ফেটে পড়েন।
স্থানীয়দের আরও অভিযোগ, ব্রিজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব এমদাদুল হক মজনুকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি, যা তাঁদের ক্ষোভ আরও বাড়িয়ে তোলে। স্থানীয়ভাবে জনপ্রিয় এ ব্যক্তিকে অবজ্ঞা করায় অনেকে এটিকে অপমান হিসেবে দেখছেন।
এ প্রসঙ্গে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার বলেন, “স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেতুটির নাম ‘৩৬ জুলাই সেতু’ নির্ধারণ করা হয়েছিল। তবে নাম নিয়ে আগেই স্থানীয়দের আপত্তি ছিল, যা যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।”
মুলাদী থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “হামলার কারণে আয়োজকেরা অনুষ্ঠান শেষ করতে পারেননি। তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
উল্লেখ্য, সেতুটি এলাকার জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে গড়ে উঠছে। কিন্তু নামকরণ সংক্রান্ত এই সিদ্ধান্ত স্থানীয়দের অংশগ্রহণ বা মতামত ছাড়াই নেওয়া হওয়ায় জনআক্রোশের সৃষ্টি হয়।


