জাতীয় নাগরিক পার্টির (National Citizens’ Party – NCP) বহিষ্কৃত নেতা মুনতাসির মাহমুদ (Muntasir Mahmud) ‘তৃণমূল এনসিপি’ নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের সম্ভাবনার কথা জানিয়েছেন। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
মুনতাসির তার পোস্টে লেখেন, “তৃণমূল এনসিপি গঠন এখন সময়ের দাবি। সারা দেশ থেকে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীরা যোগাযোগ করছেন। সব জায়গা থেকে ভালো সাড়া পেলে আমি আল্লাহর ওপর ভরসা করে উদ্যোগ নেব, ইনশাআল্লাহ।”
তৃণমূলে সংগঠন গড়ে তোলার এই ইঙ্গিতকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন জাতীয় নাগরিক পার্টির ভেতরে বিভক্তি ও বিকল্প নেতৃত্বের সম্ভাব্য ইঙ্গিত হিসেবে। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো সাংগঠনিক কাঠামো বা কর্মসূচি ঘোষণা করা হয়নি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মুনতাসিরের এই মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তাকে ঘিরে নতুন উদ্যোগের ইঙ্গিত পাওয়া গেল এমন সময়, যখন এনসিপি জামায়াতে ইসলামীকে ঘিরে তীব্র রাজনৈতিক অবস্থান নিচ্ছে এবং নিজেদের অবস্থান সুসংহত করার প্রয়াস চালাচ্ছে। এই প্রেক্ষাপটে তৃণমূলভিত্তিক একটি আলাদা রাজনৈতিক সত্তা গঠনের বার্তা গুরুত্বপূর্ণ রাজনৈতিক তাৎপর্য বহন করছে।


