তফসিল ঘোষণার পর কাল থেকেই মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ায় আগামীকাল থেকেই মাঠ পর্যায়ে দায়িত্ব পালন শুরু করতে যাচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ভোটগ্রহণের দিন এবং পরবর্তী দুই দিনসহ প্রতিটি উপজেলা বা থানায় অন্তত দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
এ–সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়, মোবাইল কোর্ট আইন ২০০৯-এর আওতায় আসন্ন নির্বাচনে আচরণবিধির কঠোর বাস্তবায়ন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠির অনুলিপি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, পুলিশ হেডকোয়ার্টার, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রয়োজনীয় সব প্রতিষ্ঠানে।

এর আগে সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন (A M M Nasir Uddin)। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাচন অনুষ্ঠিত হবে। একই ভাষণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিলও প্রকাশ করা হয়।

এদিকে নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে কমিশন নিশ্চিত করেছে যে মাঠ পর্যায়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আচরণবিধি পর্যবেক্ষণ থেকে শুরু করে প্রয়োজনীয় মুহূর্তে মোবাইল কোর্ট পরিচালনাসহ সব ধরনের দায়িত্ব পালন করবেন, যাতে নির্বাচনকালীন শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় থাকে।

বার্তা বাজার/এস এইচ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *