চিকিৎসাধীন ওসমান হাদির কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে: চিকিৎসকদের আশাবাদ

চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির কিডনির কার্যক্ষমতা পুনরায় স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল (Evercare Hospital)-এ চলমান চিকিৎসা পর্যবেক্ষণের অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

হাসপাতালের আইসিইউ অ্যান্ড এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবাল (Dr. Md. Zafar Iqbal) স্বাক্ষরিত ওই বিবৃতিতে হাদির সর্বশেষ শারীরিক অবস্থার বিস্তারিত তুলে ধরা হয়। বিবৃতিতে জানানো হয়, তার চিকিৎসা সঠিকভাবে নিশ্চিত করতে হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ মোট ১৫ জন চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে, যারা নিয়মিত তার শারীরিক অবস্থা মূল্যায়ন করছেন।

মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে মোট ১১টি পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত উল্লেখ করা হয়। এর মধ্যে তিন নম্বর পর্যবেক্ষণে স্পষ্টভাবে জানানো হয় যে, শরীফ ওসমান হাদির কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে, যা তার চিকিৎসা প্রক্রিয়ায় একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

চিকিৎসকরা আরও বলেন, কিডনির এই কার্যক্ষমতা যেন স্থিতিশীল থাকে, সে জন্য শরীরে তরল পদার্থের ভারসাম্য যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, ঠিক সেভাবেই চিকিৎসা প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। এ বিষয়ে কোনো শিথিলতা না রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

উল্লেখ্য, শরীফ ওসমান হাদি (Sharif Osman Hadi) বর্তমানে রাজধানীর এই বেসরকারি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আগ্রহ ও উদ্বেগ দুটিই বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *