ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি গু’\লি’\বি’\দ্ধ হয়ে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল (Evercare Hospital)-এ চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর পল্টনের বক্স কার্লভার্টের সামনে দিয়ে রিকশায় করে যাওয়ার সময় তিনি গু’\লি’\বি’\দ্ধ হন।
এই ঘটনার আগে থেকেই রিকশায় চলাচলের সময় হ’\ুন হতে পারেন—এমন আশঙ্কার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন হাদি। সম্প্রতি সময় সংবাদ (Somoy TV)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই সে আশঙ্কার কথা তুলে ধরেন।
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ (Awami League) বড় বাধা হয়ে দাঁড়াবে কি না—এমন প্রশ্নের জবাবে হাদি বলেছিলেন, গত ১৫ বছরে দলটি হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এবং সেই অর্থ তাদের হাতেই রয়েছে। বাংলাদেশের মতো একটি দেশে মাত্র পাঁচ হাজার টাকায় ‘কন্ট্রাক্ট কি’\লিং’ করানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে ইনকিলাব মঞ্চ (Inqilab Mancha)-এর এই আহ্বায়ক বলেন, “আপনি যেকোনো মাদকাসক্ত কাউকে দিয়ে—আপনি রিকশায় চড়ে যাচ্ছেন, যেমন আমি সারাদিন ঘুরি—আমাকে একটা পোস মেরে চলে যাবে।” নিজের নিরাপত্তাহীনতার বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, এমন পরিস্থিতিতে যেকোনো সময় বড় বিপদ ঘটতে পারে।
হাদি আরও বলেন, আওয়ামী লীগ যে মিছিলে লোক নামায়, সেখানে প্রকৃতপক্ষে দলের লোক খুব কম থাকে। এক বা দুজন ছাড়া বাকিদের পাঁচ বা দশ হাজার টাকা দিয়ে মাত্র দুই মিনিটের জন্য মিছিলে নামানো হয়। কিন্তু পরে যখন ধরা পড়ে, তখন থানায় যেতে হয় সেই সাধারণ মানুষকেই।
ওই সাক্ষাৎকারে সমাজ ও রাজনীতির পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, শুধু ভালো কথা বললে কোনো পরিবর্তন আসে না। যতদিন মানুষের আর্থিক সংগতি তৈরি না হবে, যতদিন সমাজে চরম দারিদ্র্য থাকবে, ততদিন একটি ভালো রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয়। চরম দারিদ্র্য মানুষকে দুর্নীতিগ্রস্ত ও অপরাধপ্রবণ করে তোলে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশে এখনও বহু মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে বাস করছে। সবার জন্য ন্যূনতম একটি সম্মানজনক আর্থিক জীবন নিশ্চিত করা এবং ধনী-গরিবের বৈষম্য কমানো গেলে নির্বাচনে ভোট কেনার সংস্কৃতি বন্ধ করা সম্ভব হবে।
উদাহরণ টেনে হাদি বলেন, “কোনো শিক্ষকের কাছে কেউ ভোট কিনতে যায় না। কারণ সে পাঁচ হাজার টাকায় তার ভোট বিক্রি করবে না। কিন্তু যে লোকটার নুন আনতে পান্তা ফুরায়, সে কিন্তু বেচবে।” এজন্য মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত না করা পর্যন্ত সমাজ বা রাষ্ট্রবিজ্ঞান শেখালেও প্রকৃত মুক্তি আসবে না বলে মন্তব্য করেন তিনি।
বার্তা বাজার/এমএমএইচ


