ওসমান হাদির চিকিৎসার সম্পূর্ণ আর্থিক দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন তরুণ প্রজন্মের ব্যবসায়ী সিলেটের ফাহিম আল চৌধুরী। বাংলাদেশী বংশোদ্ভূত ফাহিম আল চৌধূরী যুক্তরাজ্যের সম্মানিত নাগরিক। বহুজাতিক ব্যবসায়ী ক্লাবের গর্বিত সদস্য ফাহিম আল ইসহাকের নাম-দাম ছড়িয়েছে দুনিয়াজুড়ে। দুবাই শহরে আবাসন খাতে শক্তিশালী এক উদ্যোক্তা ও বিনিয়োগকারী তিনি। এছাড়া মানবিক সেবায় তার রয়েছে অতুলনীয় অবদান। সে অবস্থান থেকে নতুন করে আলোচনায় এসেছেন ওসমান হাদীর চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘটনায়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ওসমান হাদীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ”Fahim Al Choudhury” তার ভেরিফাইড ফেসবুক আইডি’তে তেমন তথ্য দিয়ে এক পোস্টে উল্লেখ করেছেন, ভবিষ্যতের আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, তরুণ প্রজন্মের অনুপ্রেরণা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Tarique Rahman জনাব তারেক রহমানের সরাসরি নির্দেশনায়, আমি বর্তমানে ওসমান হাদীর উন্নত ও পূর্ণাঙ্গ চিকিৎসার সম্ভাব্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করছি, যাতে প্রয়োজন হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুরে নেয়া যায়। এই বিষয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেস্টা অব্যাহত রয়েছে এবং পাশাপাশি সংশ্লিষ্ট মেডিকেল বোর্ডের মতামত অনুেমাদন পাওয়ার প্রক্রিয়াও চলমান। এ মুর্হুতে বিষয়টি এখনো আলোচনাধীন, কোনো সিদ্ধান্ত বা ব্যবস্থা চুড়ান্ত হয়নি।
ইনশাআল্লাহ, প্রয়োজনীয় সব অনুমোদন ও সম্মতি পাওয়া গেলে মানবিক দায়বদ্ধতা থেকে ‘Fahim Al Choudhury Trust” ফাহিম আল চৌধূরী ট্রাস্ট চিকিৎসার সম্পূর্ণ আর্থিক দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত থাকবে। সবাই দেয়া করবেন, আল্লাহ যেন সঠিক সিদ্ধান্ত গ্রহন সহজ করে দেন এবং তাকে দ্রুত আরোগ্য দান করেন।”
সিলেট অঞ্চলের বিশেষ করে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার শিক্ষা ও জনকল্যাণে কাজের লক্ষ্যে মেধাবৃত্তি প্রদান এবং দারিদ্র্য বিমোচন কর্মসূচীতে ২০২৪ সালে ১০ কোটি টাকার তহবিল নিয়ে গঠন করেন ফাহিম আল চৌধুরী ট্রাস্ট (Fahim Al Chowdhury Trust)। সম্প্রতি এ ট্রাস্ট্রের সহযোগিতায় ও জিয়াউর রহমান ফান্ডেশনের উদ্যাগে জকিগঞ্জ ও কানাইঘাটের হাজার হাজার রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি।
এছাড়া বিগত বন্যাসহ সকল ক্ষেত্রে তিনি মানুষের পাশে থেকে দান ও সেবা করে সর্বজনবিদিত ও সমাদৃত হয়েছেন ফাহিম। অসংখ্য স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, রাস্তা-ঘাট ও ব্রিজ-কালভার্ট নির্মাণে আর্থিক সহযোগিতা, কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা দান করে মানবতা কল্যাণে তার কাজ প্রশংসনীয় ও এ অঞ্চলের জন্য গৌরবের অধ্যায় রচনা করছেন তিনি।
অপরদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL)-এর নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স-এর উপদেষ্টা হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন ফাহিম আল চৌধুরী (Fahim Al Choudhury)। একজন দূরদর্শী ও কৌশলী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত, এবং তার এই নিয়োগ সিলেটের ক্রীড়াঙ্গনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে মনে করছেন ক্রীড়ানুরাগীরা।


