ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে অবতরণ করেছে। দীর্ঘ ভ্রমণ শেষে সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে (Seletar Airport) ল্যান্ড করে।
সেখান থেকে তাকে সরাসরি নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল (Singapore General Hospital)-এ। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছানোর পরপরই শরিফ ওসমান হাদিকে দ্রুত ভর্তি করা হয় এবং চিকিৎসা কার্যক্রম শুরু হয়।
ঢাকা মেডিকেল কলেজ নিউরো সার্জারী বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ এলায়েন্সের (National Health Alliance) সদস্য সচিব ডা. আব্দুল আহাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুরু থেকেই শরিফ ওসমান হাদির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক তার চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এর আগে সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (Hazrat Shahjalal International Airport) থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। তার কিছুক্ষণ আগে, দুপুর ১টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল (Evercare Hospital) থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসক ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিদেশে উন্নত চিকিৎসার লক্ষ্যেই শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে এবং তার শারীরিক অবস্থার ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে।


