ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি রাজনীতিতে তার দৃঢ় অবস্থান ও সাহসী বক্তব্যের জন্য যেমন পরিচিত, তেমনি তার পারিবারিক পটভূমিও তাকে দিয়েছে এক আলাদা ভিত্তি। ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকার এই সন্তান বেড়ে উঠেছেন একটি নিবেদিতপ্রাণ আলেম পরিবারে।
ওসমান হাদির বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক, প্রয়াত মাওলানা আব্দুল হাদি। পরিবারের প্রায় সবাই আলেম। বড় ভাই মাওলানা আবু বক্কর ছিদ্দিক বরিশালের ঐতিহ্যবাহী গুঠিয়ার জামে মসজিদের ইমাম ও খতিব। মেঝো ভাই মাওলানা ওমর ফারুক ঢাকায় ব্যবসা করেন। তিন বোনের জামাইরাও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা ব্যবসায়ী, যাদের মধ্যে উল্লেখযোগ্য মাওলানা আমির হোসেন, মাওলানা আমিরুল ইসলাম ও মাওলানা মনির হোসেন।
ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা (NS Kamil Madrasah)-তে পঞ্চম শ্রেণি থেকে আলিম পর্যন্ত লেখাপড়া করেছেন হাদি। পরবর্তীতে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে (ব্যাচ ২০১০-২০১১)। সেখানেই তার চিন্তা, চেতনা এবং প্রতিবাদী মন গড়ে ওঠে। ২০২৪ সালের শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে তিনি পরিচিত হন সাহসী ছাত্রনেতা হিসেবে।
ছাত্রজীবন থেকেই তিনি জীবিকা নির্বাহের জন্য প্রাইভেট পড়ানো শুরু করেন। পরে সাইফুরসসহ বিভিন্ন কোচিংয়ে শিক্ষকতা করেন। সর্বশেষ ‘ইউনিভার্সিটি অব স্কলার্স’-এ শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। রাজনৈতিক মতাদর্শ ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি ছিলেন সোচ্চার কণ্ঠ। বরিশালের রহমতপুরে বিয়ে করে এক বছরের সন্তানসহ বর্তমানে একটি পরিবার গড়ে তুলেছেন তিনি।
সম্প্রতি একটি নির্মম হামলায় ওসমান হাদি (Osman Hadi) গু’\লি’\তে গুরুতর আহত হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। শুক্রবার রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে তাকে গু’\লি করা হয় বলে জানা গেছে। আজই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার কথা রয়েছে।
হাদির প্রতিবেশী এবং পরিবারের সদস্যদের বক্তব্যে ফুটে উঠেছে তার আদর্শিক দৃঢ়তা ও সমাজের প্রতি দায়বদ্ধতা। নলছিটির বাসিন্দা শাহাদাত আলম ফকির বলেন, “হাদি আমাদের নলছিটির গর্ব। সে অন্যায়ের বিরুদ্ধে বলেছে, দেশের জন্য লড়েছে।”
বোন মাসুমা বেগম বলেন, “এ দেশে দেশপ্রেমিক মানুষ থাকবে না, ভারত আমার ভাইকে বাঁচতে দেবে না। সে ভারতবিরোধী লিখত, বাংলাদেশপন্থি অবস্থান নিত। এ দেশে ভারতের হাজার হাজার ‘র’ আছে, আওয়ামী লীগ আছে, শত্রুর অভাব নাই। এই দেশ জিয়াউর রহমানকেও বাঁচতে দেয়নি।”
বোন জামাই মাওলানা মনির হোসেন বলেন, “ওসমান হাদি এমন একজন মানুষ যার পা থেকে মাথা পর্যন্ত দেশপ্রেমে ভরা। সে যা শাহবাগ মোড়ে বলত, বাড়িতে পরিবারকেও তা-ই বলত।”
এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “ছাত্রজীবনে অসম্ভব মেধাবী ও সাহসী ছিল হাদি। কথা বলার দক্ষতা ছিল দুর্দান্ত। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিত সবসময়।”
রাজনৈতিক অঙ্গনে হাদি নিজের স্থান গড়ে নিয়েছেন সাহস ও যুক্তির মাধ্যমে। তিনি বলতেন, “আমি হয়তো থাকব না, কিন্তু আমার দেখাদেখি হাজার হাজার হাদি জন্ম নেবে।”


