বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে সংসদ সদস্য পদে প্রার্থী মির্জা আব্বাস (Mirza Abbas)-এর বিরুদ্ধে চাঁদা দাবি ও মানহানির অভিযোগে ঢাকার আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূইয়া। বাদীর আবেদনের ভিত্তিতে আদালত তার জবানবন্দি গ্রহণ করে মামলার তদন্তের দায়িত্ব দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি) কে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম।
মামলার এজাহারে বলা হয়, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬-এ ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর বিভিন্ন দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে প্রচারে অংশ নিচ্ছেন। এই প্রেক্ষাপটে মির্জা আব্বাসের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, গত ১২ ডিসেম্বর বিকেল ৩টা ২৫ মিনিটে ‘দৈনিক আজকের কণ্ঠ’ অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদনে ‘মির্জা আব্বাসের ক্যাডারদের গু’\লি’\তে বি’\দ্ধ ওসমান হাদি’ শিরোনামে খবর প্রকাশ করা হয়, যা বাদীপক্ষের ভাষ্যমতে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
মামলায় দৈনিক আজকের কণ্ঠ পত্রিকার অ্যাডমিনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। অভিযোগ আনা হয়েছে দণ্ডবিধির ৩৮৫ (চাঁদা দাবি), ৫০০ (মানহানি) এবং ৩৪ (সমবেত অপরাধ) ধারায়।
বাদী দাবি করেন, নির্বাচনকে প্রভাবিত করা, সম্ভাবনাময় প্রার্থীদের ব্যক্তিগত সম্মানহানি এবং অবৈধ সুবিধা আদায়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই ধরনের খবর প্রকাশ করা হয়েছে। ওসমান হাদির ওপর হ’\ত্যা’\চে’\ষ্টা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই এমন মিথ্যা প্রচারণা চালানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
মির্জা আব্বাসকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে এই প্রচারণা চালানো হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।


