হ দিকে গু ‘\লি: সীমান্ত পারাপারে সহায়তাকারী ফিলিপের মামা শ্বশুর ও ঘনিষ্ঠ বন্ধু আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গু’\লি’\বর্ষণের ঘটনার পর সীমান্তজুড়ে সতর্কতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (Border Guard Bangladesh – BGB)। এরই ধারাবাহিকতায় সীমান্ত দিয়ে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপ স্নালের দুই সহযোগীকে শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বি’\জিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, ওসমান হাদির ওপর গু’\লি’\বর্ষণের ঘটনার পর সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। এই কার্যক্রমের অংশ হিসেবে নালিতাবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফিলিপের সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে আটক করা সম্ভব হয়।

আটককৃতরা হলেন—ফিলিপের মামা শ্বশুর বেঞ্জামিন চিরান (৪৫) এবং তার ঘনিষ্ঠ বন্ধু সীশল (২৮)। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে অবৈধভাবে মানুষ পারাপারে সহায়তা করতেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে ময়মনসিংহে ৩৯ বি’\জিবির সেক্টর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকায় ওসমান হাদির ওপর গু’\লি’\বর্ষণের ঘটনার পরপরই অভিযুক্তদের পালানোর সম্ভাব্য পথগুলো চিহ্নিত করতে বি’\জিবি সদর দপ্তরের নির্দেশে সীমান্ত এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়। ওই দিন রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ৩৯ বি’\জিবির আওতাধীন সীমান্তের সম্ভাব্য রুটগুলোতে চেকপোস্ট স্থাপন করা হয়।

পরদিন শনিবার পুলিশ ও বি’\জিবির যৌথ অভিযানে নালিতাবাড়ী উপজেলায় শ্বশুরবাড়িতে অবস্থানরত ফিলিপ নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করার পরিকল্পনা নেওয়া হয়। ধারণা করা হচ্ছিল, হাদির ওপর গু’\লি’\বর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিরা যদি এই সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গিয়ে থাকে, তাহলে ফিলিপ এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবেন। তবে অভিযানের সময় ফিলিপকে পাওয়া যায়নি।

কর্নেল মোস্তাফিজুর রহমান আরও জানান, ফিলিপকে না পেয়ে তার স্ত্রী ডেলটা চিরান, শ্বশুর ইয়ারসন রংডি এবং মানবপাচারকারী লুইস লেংমিঞ্জাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বারোমারী বিওপিতে নেওয়া হয়। একই সঙ্গে সোমবার ভোরে ফিলিপের আরেক আত্মীয় বেঞ্জামিন রিচান (৩০) নামের এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে পুলিশের আরেকটি দল ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় অভিযান চালায়। ওই অভিযানে বি’\জিবির সোর্স ও অন্যান্য তথ্যের মাধ্যমে পুলিশকে সহযোগিতা করা হয়েছে। বি’\জিবির পক্ষ থেকে জানানো হয়, ফিলিপের বাড়ি হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া এলাকায়। মানবপাচারে জড়িত বিভিন্ন চক্রের কাছ থেকে তার সংশ্লিষ্টতা সম্পর্কে তথ্য পাওয়ায় তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

বি’\জিবির ওই কর্মকর্তা বলেন, হাদির ওপর গু’\লি’\বর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিরা ময়মনসিংহ সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে গেছেন কি না, তা এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে যদি তারা সীমান্ত পার হয়ে থাকেন, তাহলে ফিলিপ এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দিতে পারবেন। তাকে আটক করা গেলে পুরো বিষয়টি স্পষ্ট হবে—কীভাবে যোগাযোগ করা হয়েছে, কত টাকা লেনদেন হয়েছে, ওপারে কারা জড়িত এবং আদৌ পাচার হয়েছে কি না।

অন্যদিকে, হাদির ওপর হ’\ত্যা’\চেষ্টার ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও শ্যালিকা মারিয়া আক্তারকে গত রোববার (১৪ ডিসেম্বর) গ্রেপ্তার করে র‍্যাব (Rapid Action Battalion – RAB)।

একই দিন বিকেলে ঢাকা মহানগর পুলিশ (Dhaka Metropolitan Police – DMP) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন নজরুল ইসলাম জানান, হামলার ঘটনায় সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিম। এছাড়া র‍্যাবের পৃথক অভিযানে সন্দেহভাজন মো. আব্দুল হান্নানকে আটক করে পল্টন থানায় হস্তান্তর করা হয়। অভিযানের সময় হামলায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *