মাগুরা-১ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও সাবেক যুবলীগ নেতা, শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মনোনয়নপত্র সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথেই তাকে আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাগুরা-শ্রীপুর সড়কের নতুন বাজার এলাকা থেকে কুতুবুল্লাহ কুটিকে গ্রেপ্তার করা হয়। এর আগে তিনি মাগুরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
কুতুবুল্লাহ কুটির সঙ্গে থাকা তার একান্ত সহকারী মিটুল হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মনোনয়ন ফরম সংগ্রহ করে নির্বাচনি এলাকায় ফেরার সময় ডিবি পুলিশের পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি তাদের গাড়ি থামান। এরপর কুতুবুল্লাহ হোসেন মিয়াকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। পরে তারা জানতে পারেন, তাকে ডিবি পুলিশের হেফাজতে নিয়ে প্রথমে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে।
এ বিষয়ে মাগুরা সদর থানা (Magura Sadar Police Station)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলার সন্দেহভাজন হিসেবে কুতুবুল্লাহ কুটিকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, মাগুরায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিন সোমবার মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যেই একজন সম্ভাব্য প্রার্থীর গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।


