মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

মাগুরা-১ আসনের আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন শ্রীপুরের শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা কু’\তু’\বুল্লা কুটি (Kutubullah Kuti)। তবে সেই পথেই তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর সড়কের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার আগে তিনি মাগুরার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। পরে নির্বাচনি এলাকায় ফেরার সময়ই ডিবি পুলিশের পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি তার গাড়ি থামিয়ে তাকে সঙ্গে নিয়ে যায় বলে জানিয়েছেন তার একান্ত সহকারী মিটুল হোসেন।

মিটুল গণমাধ্যমকে বলেন, “আমরা মনোনয়ন ফরম সংগ্রহ করে শ্রীপুরে ফিরছিলাম। নতুন বাজার এলাকায় পৌঁছানোর পর কয়েকজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ি থামিয়ে কু’\তু’\বুল্লা হোসেন মিয়াকে নিয়ে যায়। পরে জানতে পারি তাকে প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে।”

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, “বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত নাশকতার ঘটনায় দায়ের করা একটি মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

মাগুরা-১ আসনে নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই প্রার্থীদের তৎপরতা বাড়ছে। নির্বাচনের মনোনয়ন সংগ্রহের প্রথম দিনেই মোট চারজন সম্ভাব্য প্রার্থী ফরম সংগ্রহ করেছেন, যার মধ্যে কু’\তু’\বুল্লা কুটির ঘটনাটি বিশেষভাবে নজর কেড়েছে রাজনৈতিক মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *