আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রে’\প্তার, অবহেলা করলে পু’\লিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগের মধ্যে যেসব ব্যক্তি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের দেখামাত্রই গ্রে’\প্তারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী (Jahangir Alam Chowdhury)। মামলার অস্তিত্ব আছে কি না—সে বিষয়কে গুরুত্ব না দিয়ে সরাসরি গ্রে’\প্তারের বিষয়টি নিশ্চিত করতে পু’\লিশকে কঠোরভাবে নির্দেশনা দেন তিনি।

বুধবার নারায়ণগঞ্জ (Narayanganj) শহরে বিকেএমইএ (BKMEA) কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে শরিফ ওসমান হাদির সমর্থকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে উপস্থিত এক সমর্থক অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ (Awami League)-এর সন্ত্রাসীরা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। পু’\লিশকে একাধিকবার তথ্য দেওয়া হলেও তারা ব্যবস্থা নিচ্ছে না। এমনকি পু’\লিশের পক্ষ থেকে বলা হচ্ছে, অভিযুক্তদের নামে কোনো মামলা নেই।

এ অভিযোগের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন, আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা আছে কি না, তা বিবেচ্য নয়। তাদের দেখামাত্রই গ্রে’\প্তার করতে হবে। কোনো ধরনের অজুহাত গ্রহণযোগ্য হবে না।

এ সময় তিনি উপস্থিত পু’\লিশ কর্মকর্তাদের উদ্দেশে আরও কঠোর বার্তা দিয়ে বলেন, যদি আওয়ামী সন্ত্রাসীদের গ্রে’\প্তার করা না হয়, তবে সংশ্লিষ্ট পু’\লিশ সদস্যদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো শৈথিল্য সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *