ইলিয়াস আলীকে গু’\মের পর হ’\ত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

১৩ বছর আগে গু’\ম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী আসলে হ’\ত্যা হয়েছেন—এমন তথ্য পাওয়া গেছে তদন্তে। এমনটাই দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম

বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান-এর বিরুদ্ধে গু’\ম ও হ’\ত্যা সংক্রান্ত মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের পর সাংবাদিকদের কাছে এই বক্তব্য দেন তিনি।

চিফ প্রসিকিউটর জানান, “ইলিয়াস আলীকে গু’\মের পর হ’\ত্যা করা হয়েছে—এমন তথ্য তদন্তে এসেছে। শুধু তাই নয়, জিয়াউল আহসানের বিরুদ্ধে একশ’র বেশি মানুষকে গু’\ম করে হ’\ত্যা করার অভিযোগও উঠে এসেছে।”

প্রসঙ্গত, সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী সিলেট-২ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১২ সালের এপ্রিল মাসে ঢাকার বনানী থেকে গু’\ম হন তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

এই মামলায় তিনটি সুনির্দিষ্ট হ’\ত্যার অভিযোগ এনেছে প্রসিকিউশন। এর মধ্যে রয়েছে: গাজীপুরে তিনজনকে হ’\ত্যা, বরগুনার পাথরঘাটার চর-দুয়ানিতে ৫০ জনকে হ’\ত্যা এবং সুন্দরবনে বনদস্যু দমনের নামে বন্দুকযুদ্ধের ‘নাটক’ সাজিয়ে কয়েকজনকে হ’\ত্যা করার অভিযোগ।

এছাড়াও জিয়াউল আহসানের বিরুদ্ধে বিএনপি নেতা চৌধুরী আলম, সাজেদুল হক সুমন, সালাহউদ্দিন আহমেদসহ প্রায় তিনশ’র বেশি মানুষকে গু’\ম ও হ’\ত্যার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে জানান চিফ প্রসিকিউটর। তদন্ত এখনও চলমান।

আদালত বুধবার এসব অভিযোগ আমলে নিয়ে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ২১ ডিসেম্বর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *