ময়মনসিংহের ভালুকা উপজেলায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে দিপু চন্দ্র দাস নামে এক হি’\ন্দু যুবককে পি’\টিয়ে ও আগুনে পু’\ড়িয়ে হ’\ত্যা’\র ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মা’\মলা হয়েছে। নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ভালুকা মডেল থানা থানায় মামলাটি দায়ের করেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন ভালুকা মডেল থানার ওসি জাহেদুল ইসলাম। তিনি জানান, “ধর্ম অবমাননার অভিযোগের জেরে বিক্ষুব্ধ জনতার হাতে নিহত হন দিপু। এ ঘটনায় নিহতের ভাইয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।”
ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে। স্থানীয় জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড নামক একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন দিপু। অভিযোগ ওঠে, তিনি মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি করেছেন। এরপরই উত্তেজিত জনতা তাকে কারখানা থেকে ধরে নিয়ে পি’\টে র’\ক্তা’\ক্ত অবস্থায় গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলেই তার মৃ’\ত্যু হয়।
এই নির্মম ঘ’\টনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে প্রায় দুই ঘণ্টা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দিপুর অর্ধপোড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত দিপু চন্দ্র দাস (২৮) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম রবি চন্দ্র দাস। তিনি দুই বছর ধরে জামিরদিয়ার ওই কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।


