সিদ্ধান্ত বদলে নির্বাচন করার ঘোষণা নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত সেই প্রার্থী মাসুদুজ্জামানের

এক দফা সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে তল্লা এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নেতাকর্মীদের সামনে তিনি পুনরায় প্রার্থিতা নিশ্চিত করেন।

এ সময় তিনি বলেন, “১৬ ডিসেম্বর আমি যে সিদ্ধান্ত দিয়েছিলাম, সেটা থেকে সরে এসেছি। আমি নির্বাচন করব। আপনারা আমার পরিবার, আপনারাই আমাকে নিরাপত্তা দেবেন।”

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি থেকে ঘোষিত ২৩৭টি আসনের প্রার্থীর তালিকায় মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী হিসেবে মনোনীত হন। এরপর থেকেই তিনি নির্বাচনী এলাকায় গণসংযোগ, পথসভা ও কর্মীসভা করে আসছিলেন।

তবে চলমান রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কথা বলে ১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেন। তার ভাষ্য ছিল, “সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও ব্যক্তিগত কারণে আমি নির্বাচন করব না, আমি মনোনয়ন কিনব না। এ কারণে শহর ও বন্দরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একজন সমাজকর্মী হিসেবে আজীবন আপনাদের পাশে থাকব।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *