দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরার প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে তিনি পেয়েছেন ট্রাভেল পাস (ভ্রমণ অনুমতিপত্র)। শুক্রবার এই পাস হাতে পেয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন তাঁর মেয়ে জাইমা রহমান।
ফেসবুকে দেওয়া এক পোস্টে জাইমা লিখেছেন, “আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।”
জানা গেছে, গত বৃহস্পতিবার লন্ডনে বাংলাদেশ দূতাবাসে তিনি এই ট্রাভেল পাসের আবেদন করেন। সব প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার তাঁকে পাস সরবরাহ করা হয়। আগামী ২৫ ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর ‘উন্নত চিকিৎসার’ জন্য সপরিবারে ঢাকা ছাড়েন তারেক রহমান। এরপর থেকেই তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন। প্রায় দেড় দশকের বেশি সময় ধরে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থেকে বিদেশেই বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন তিনি।
তার দেশে ফেরার খবরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। রাজধানীর ৩০০ ফিট এলাকায় তাকে বরণ করে নিতে বিশাল জনসমাবেশের প্রস্তুতি নিচ্ছে দলটি।
দলের একাধিক নেতার ভাষ্য, “এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার ফেরা নয়—এটি বিএনপির পুনর্জাগরণের প্রতীক।”
তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ও সমীকরণের সম্ভাবনা তৈরি হতে পারে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে তার আগমনের ব্যাপারে কী প্রতিক্রিয়া আসে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।


