ভারত আর আওয়ামী লীগ নির্বাচন বানচাল করতে চায়: হাদির বোন মাসুমা

ভারত ও আওয়ামী লীগ ‘নির্বাচন বানচাল করতে চাইছে’ মন্তব্য করে শরীফ ওসমান বিন হাদির ছোট বোন মাসুমা হাদি বলেছেন, সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না।

শুক্রবার ঝালকাঠির নলছিটি থেকে ঢাকার উদ্দেশ্য রহনা দেওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাসুমা বলেন, “নির্বাচন কোনাভাবেই বানচাল করতে দেওয়া যাবে না। সন্ত্রাসীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।”

এ লড়াই ‘দুইশ বছরের লড়াই’ মন্তব্য করে তিনি বলেন, “যে দলের হোক, যে জাতের হোক আমাদের একটাই কথা। ইনসাফের বাংলাদেশ হইতে হবে। আমরা কোনো রাষ্ট্রের তাবেদারিতে থাকতে চাই না। আমরা মেরুদণ্ড সোজা করে বাঁচতে চাই।

“এমন ইনসাফের বাংলাদেশ গড়তে চাই, যেখানে একজন মন্ত্রীর সন্তান যে সুবিধা পাবে, একজন রিকশা চালকের সন্তানও একই সুবিধা পাবে।এই রাষ্ট্র কায়েম করতে হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *