বাগেরহাটের চার আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) (Bangladesh Nationalist Party – BNP)। শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ প্রার্থী তালিকা ঘোষণা করা হয় বলে জানিয়েছেন মনোনীত প্রার্থীরা।

ঘোষিত প্রার্থীরা হলেন:
বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) আসনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মণ্ডল
বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সভাপতি সোমনাথ দে

ঘোষণার সময় মনোনীত প্রার্থীরা জানান, তারা দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে মাঠে থাকবেন। বিভিন্ন মহলে আলোচিত এসব প্রার্থীর মধ্যে দুটি আসনে বিএনপির মিত্র রাজনৈতিক জোট মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *