বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি’র দুই শীর্ষ নেতা তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। এ ঘোষণার মধ্য দিয়ে বগুড়ায় নির্বাচনী উত্তাপ স্পষ্ট হয়ে উঠেছে, যা স্থানীয় ও জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
রোববার দুপুরে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন রেজাউল করিম বাদশা (Rezaul Karim Badsha), যিনি জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, “তারেক রহমান এই আসন থেকে নির্বাচন করবেন—এটা আমাদের গর্বের বিষয়। আমরা আশা করি বগুড়াবাসী তাকে বিপুল ভোটে বিজয়ী করবে।”
এরপর দুপুর ২টায় বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন তার উপদেষ্টা ও এই আসনের নির্বাচনী সমন্বয়ক হেলালুজ্জামান তালুকদার লালু (Helaluzzaman Talukder Lalu)। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিমের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, “দেশমাতা বেগম খালেদা জিয়া বগুড়া-৭ আসন থেকে নির্বাচন করবেন। আলহামদুলিল্লাহ, আজ আমরা তার পক্ষে মনোনয়নপত্র তুলেছি। আমাদের দেশনায়ক তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। তিনি এলে মনোনয়ন জমা সংক্রান্ত বিস্তারিত সিদ্ধান্ত নেব এবং গণমাধ্যমকে জানাব।”
মনোনয়ন উত্তোলনের সময় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন, যারা দুই শীর্ষ নেতার প্রতীকী উপস্থিতিকে ঘিরে উচ্ছ্বাস ও আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, বগুড়া-৬ আসনে প্রায় ৪ লাখ ৪৯ হাজার ভোটার রয়েছেন। বগুড়া পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটি দীর্ঘদিন ধরেই বিএনপি’র শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসন থেকে তারেক রহমানের অংশগ্রহণকে ঘিরে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা দেখা দিয়েছে।
অন্যদিকে, বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়ার প্রার্থীতা বহু বছর পর আবারও এই আসনকে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের পরই মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনীতির উত্তপ্ত এই সময়ে বিএনপি’র শীর্ষ নেতৃত্বের সরাসরি অংশগ্রহণ নির্বাচনকে ভিন্ন মাত্রায় নিয়ে যাচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


