পিনাকী-ইলিয়াস যে আপনাদের কোন ক্ষতিটা করছে— সেইটা নির্বাচনের পরের দিন আপনারা বুঝবেন : ফাহাম আবদুস সালাম

অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আবদুস সালাম (Faham Abdus Salam) দেশের সাম্প্রতিক পত্রিকা অফিসে অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন, যা এখন তীব্র আলোচনার জন্ম দিয়েছে। মত প্রকাশের স্বাধীনতা, বুদ্ধিবৃত্তিক দার্শনিক বিশ্লেষণ এবং রাজনৈতিক ট্রেন্ডের সমালোচনা—সব মিলিয়ে পোস্টটি এখন ভার্চুয়াল জগতে বহুল প্রচারিত। নিচে হুবহু তুলে ধরা হলো ফাহাম আবদুস সালামের সেই পোস্টটি।


মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে আমরা প্রছোন্ড শ্রদ্ধাশীল কিন্তু জামাত-শিবিরের কেউ পত্রিকা অফিসে আগুন লাগাতেই পারে। এটা তার ব্যক্তিগত স্বাধীনতার জায়গা। জামাত-শিবিরকে এজন্য দায়ী করা নাইনসাফী হয়ে যাবে কিন্তু।
– আমীরে জামাত যা বলেন নি 😂😂😂😂😂
……………….

মহাত্মা চিপোল্লা আমার গুরু। প্রতি সাড়ে ৩শ বছরে এরকম জ্ঞানী মানুষ পৃথিবীতে একবার জন্মে। উনি একটি প্রবন্ধ লিখেছিলেন যেটা পরে পুস্তিকা হিসাবে প্রকাশিত হয়। বইটি এতোই যুগান্তকারী যে আরেক মহাত্মা নাসিম তালেব এর শুরুয়াত লেখেন। এই যুগান্তকারী বইয়ে চিপোল্লা স্টুপিডিটির ৫টি ল বিদ্ধৃত করেছেন এবং এরই মধ্য দিয়ে বোকাচো’\দা কে – এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর দিয়েছেন। তার মতে A stupid person is a person who causes losses to another person or to a group of persons while himself deriving no gain and even possibly incurring losses. অর্থাৎ বোকাচো’\দা সেই – যে অন্যের ক্ষতি করে কিন্তু এতে নিজের কোনো লাভ করে না।

চিপোল্লার সমালোচনায় আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ, ইন্ডিয়া ও পাকিস্তান; এই ৩ দেশে না এসে – আমাদের সমাজে গভীরভাবে আত্মস্থ না হয়ে বোকাচো’\দা কে – এই প্রশ্নের ডেফিনিটিভ উত্তর দেয়ার চেষ্টা করা এক ধরনের ধৃষ্টতা। তাই স্বতঃপ্রণোদিত হয়ে জীবন নিংড়ানো অভিজ্ঞতা থেকে এই বিহারি “ভক্সদনামা” লেখে যা বাংলা ভাষায় একটি গুরুতর সংযোজন। এই প্রবন্ধে আমি চিপোল্লার সংজ্ঞার নির্মম অক্ষমতাকে প্রাণবন্ত করে তুলেছি।

আজকে কিন্তু সেই ব্যাখ্যা আরো প্রাসঙ্গিক।

প্রথম আলো আর ডেইলি ষ্টার তৌহিদী/জামাতি মব পুড়িয়ে দিলো। ওকে। বুঝলাম যে প্রথম আলো আর ডেইলি স্টারের ক্ষতি করতে হবে। কারণ তারা ইন্ডিয়ার দালাল। কিন্তু এতে তোর কি লাভ হলো? সিরিয়াসলি! তুই যদি লাভবান হোস তাহলে চিপোল্লার মতে তুই Bandit আর যদি প্রথম আলো আর ডেইলি ষ্টার ক্ষতি করতে গিয়ে তোর নিজের কোনো লাভ না হয় – তাহলে তুই বোকাচো’\দা।

ঠিক এখানটাতেই চিপোল্লা ক্রিটিকালি ইনসাফিশিয়েন্ট। বাংলাদেশে আসবেন না আর The Basic Laws of Human Stupidity লিখে ফেলবেন – এইটা হয় নাকি ভাই? এতো দুঃসাহস সম্রাট আলেকজান্ডার আর চেঙ্গিস খাঁরে মানায়। কোনো লেখকের ভাই পোষায় না।

দেখেন বোকাচো’\দা কিন্তু অন্যের ক্ষতিটা অন্তত করতে পারে। বইঙ্গা এমনই বিচিত্র যে সে অন্যের ক্ষতি করতে চায়, প্রচুর মেহনত করে কিন্তু কাজ শেষ হওয়ার পর দেখবেন যে ক্ষতি করতে গিয়ে একচুয়ালি তার শত্রুর উপকার করে ফেলেছে। এবং এই শত্রুর আপাত “ক্ষতি” করতে গিয়ে সে একচুয়ালি নিজের ক্ষতি করেছে। এই বিচিত্র পরিস্থিতি চিপোল্লার The Basic Laws of Human Stupidity কিন্তু কাভার করে না।

মব বাহিনী কি একচুয়ালি প্রথম আলো আর ডেইলি স্টারের ক্ষতি করতে পারছে? এবসোলিউটলি নট। গা’\ধার বা’\চ্চাদের কল্যানে প্রথম আলো আর ডেইলি ষ্টার এখন সাংবাদিকতার শহীদ ও মজলুম। তারা আগের চাইতে এখন স্ট্রং। মোরালি ও কালচারালি। বদলে তোর কি লাভ হৈছে?

গা’\ধাগুলা বুঝতেই পারে নাই ওয়াট জাস্ট হ্যাপেন্ড। আমারে দোষ দিয়া লাভ নাই। আয়েম জাস্ট এ ফা’\কিং মেসেঞ্জার। তোরা ভাই তোদের এলেকশান প্রসপেক্ট মুফতে বিএনপির কাছে দিয়ে আসছস। ইটস ডান। এই অশিক্ষিত গা’\ণ্ডুগুলা বুঝতেই পারতেছে না যে বিএনপিকে সোল প্রটেক্টরের দায়িত্ব আর ভিক্টরের জয়মালা ইন্ডিয়া-এমেরিকা দেয় নাই। তোরা দিছোস।

বাংলাদেশ চালাইতে একটা এলিট কনসেন্সাস লাগে। এই তৌহিদী/জামাতি ট্রেইলারের পর আই ক্যান ইজিলি গেস যে কী হবে। ডিপ্লোম্যাটিক সার্কেল থেকে নিয়া সব মেজর এক্টর যা বোঝার তা বুঝে নিয়েছে। আপনাদের অশিক্ষিত গা’\ণ্ডুদের বোঝার সক্ষমতা নাই পত্রিকা অফিসে আগুন লাগানোর মর্তবা একচুয়ালি কী। আমার কথা বিশ্বাস করার দরকার নাই। এক হাজার দানার একটা তসবি কিনেন। সারাদিন “এলিট চু’\দি” জপেন। ওনেক ফায়দা দিবে।

আপনাদের ধারণাও নাই এই ঘটনাটা কীভাবে সব সার্কেলে ইন্টারপ্রেট করা হবে। গুড লাক !

আবার ঐ একই রাতে একটা নিরাপরাধ হিন্দু লোককে পুড়িয়ে মে’\রে ফেলা হোলো। অবশ্যই এই পার্টিকুলার কাজটার জন্য জামাত দায়ী না। বাট এইটা কোনো হিন্দু ভোটারকে বোঝাতে পারবেন?

অবশ্যই আমি যা বলছি সব ভুল। আপনারা বরং ইলিয়াস-পিনাকীর ন্যারেটিভে আমল করেন। ওনেক ফায়দা হবে। আরো আগুন দেন। সব কিছু জয় বাংলা করে দেন। প্রথমেই নিউ এইজ, তারপর নেত্র। এরা সবাই আওয়ামী না’\স্তে’\ক। বিপ্লবের শত্রু। বলেন যে আগুন না লাগাতে পারলে বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। তারপর নু’\নুডা’\ঙ্গার কা’\চড়াদের নিয়ে একটা সুন্দর সরকার গঠন করেন। হেব্বি হবে।

পিনাকী-ইলিয়াস যে আপনাদের কোন ক্ষতিটা করছে— সেইটা নির্বাচনের পরের দিন আপনারা বুঝবেন। আমি শুধু একটা পরিশীলিত মার্জিত বক্তব্য দিয়ে শেষ করছি।

পৃথিবীতে বোকাচো’\দাদের নিয়ে কখনোই কোনো সংঘ করবেন না। এরা আপনার ঠিক সেই ক্ষতিটা করবে যেটা আপনার শত্রুরা পারবে না। একা থাকেন, জঙ্গলে পালিয়ে যান, য়ে কেটে ফেলেন কিন্তু গা’\ণ্ডুকে নিয়ে দল করেন না।

বিএনপি লাগবে না ভাই। ইন্ডিয়া আওয়ামী লীগ এমেরিকা – কাউরে লাগবে না। য়ু উইল ফা’\ক য়োরসেল্ফ। জাস্ট ওয়েইট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *