কলকাতায় বাংলাদেশবিরোধী বিক্ষোভে ‘রক্তাক্ত’ ময়ূখ রঞ্জন

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এই সংঘর্ষে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছেন।

এ সময় পশ্চিমবঙ্গের সমালোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষও আহতদের রক্তে রঙিন হয়ে পড়েন; যদিও তিনি নিজে সরাসরি আঘাত পাননি। ময়ূখ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে এ তথ্য জানান।

তিনি রক্তে দাগ পড়া শার্টের ছবি পোস্ট করে লিখেছেন, ‘বাংলাদেশের হিন্দুদের জন্য প্রতিবাদ করতে এসে, কলকাতায় লাঠির আঘাতে সনাতনীদের রক্ত লেগে আমার জামায়। নাক-মুখ ফাটিয়েছে। কিন্তু আমি একা ছিলাম না। সবাইকে জাপটে ধরেছিলাম। এই দাগ লাগা জামাটা অনেককিছু বদলে দেবে। সবকিছু মনে রাখা হবে।’

ময়ূখ পোস্টে আরও উল্লেখ করেছেন, ‘বাংলাদেশ হাইকমিশন, কলকাতা, ডিসেম্বর ২০২৫’ এবং সঙ্গে মুষ্টিবদ্ধ হাতের ইমোজিও দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *