ঢাকার কাছাকাছি তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)–কে বহনকারী বাংলাদেশ এয়ারলাইনস (Biman Bangladesh Airlines)-এর বিজি-২০২ ফ্লাইটটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর (Osmani International Airport) থেকে বেলা ১১টা ১৩ মিনিটে ফ্লাইটটি ঢাকার পথে যাত্রা শুরু করে।

বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠ (Kaler Kantho)-কে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বহনকারী বিমানটি নির্ধারিত সময় অনুযায়ী বেলা ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করেছে।

এর আগে একই বিমানে থাকা সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ বেলা ১১টা ১১ মিনিটে কালের কণ্ঠকে জানান, বিমানটি এক ঘণ্টারও বেশি সময় সিলেট এয়ারপোর্টে অবস্থান করলেও তারেক রহমান পুরো সময় নিজের আসনেই ছিলেন এবং কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা যায়নি।

এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির লক্ষাধিক নেতাকর্মী আগেই ঢাকায় গেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তার আগমনের খবরে সিলেট ওসমানী বিমানবন্দরের আশপাশের এলাকায় বিপুলসংখ্যক উৎসুক মানুষের ভিড় জমে। তবে বিমানবন্দর সড়ক থেকে ওসমানী বিমানবন্দরের প্রবেশমুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

সরেজমিনে দেখা যায়, বিমানবন্দরের প্রধান সড়ক থেকে ওসমানী বিমানবন্দরমুখী পুরো এলাকায় সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল। বিমানবন্দর এলাকার বিভিন্ন ভিউপয়েন্ট এবং আশপাশের বাসাবাড়ির ছাদেও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।

দেশে ফেরা নিয়ে এ পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনটি পোস্ট দিয়েছেন। সিলেটের মাটি স্পর্শ করার পর সর্বশেষ বেলা ১০টা ১৮ মিনিটে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!’

এর আগে সকাল ৯টা ৩৪ মিনিটে দেওয়া আরেক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’ ভোর ৫টা ১৫ মিনিটে প্রথম পোস্টে তিনি একটি শব্দেই অনুভূতি প্রকাশ করেন— ‘ফেরা’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *