৫০ কোটি টাকার চাঁদাবাজি অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেফতার

ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য এবং প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে টঙ্গী (Tongi) এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। টঙ্গী গাজীপুর (Gazipur) জেলার অন্তর্গত।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি গুলশান (Gulshan) এলাকার এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলা জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে নেয় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রের নেতৃত্বে ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ওঠা তথাকথিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই চক্রটি ইতোমধ্যে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজি পদ্ধতিতে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। একাধিক ব্যক্তি একই ধরনের হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগে উঠে এসেছে।

মামলা সংশ্লিষ্ট অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় গুলশানবাড্ডা (Badda) এলাকায় ঘটে যাওয়া হত্যা মামলায় নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। মামলার আসামি বানানো, পুলিশি হয়রানি, গ্রেফতারের ভয় এবং পরে ‘মীমাংসা’ করে দেওয়ার আশ্বাস দেখিয়ে বিপুল অঙ্কের টাকা দাবি করা হয়।

প্রতারণার মূলহোতা তাহরিমা জান্নাত সুরভী ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ (Bhawal Badre Alam Government College)-এর শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড এবং নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে লাইভে আসার কারণে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন।

অভিযোগ রয়েছে, নিজের এই ভাইরাল পরিচিতিকে কাজে লাগিয়ে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক তৈরি করতেন। পরে সেই সম্পর্ককে পুঁজি করে ভয়ভীতি দেখানো, মামলার হুমকি এবং সামাজিকভাবে হেয় করার আশঙ্কা সৃষ্টি করে অর্থ আদায় করাই ছিল চক্রটির মূল কৌশল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *