২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করলো জাপা, সমান সুযোগ না পেলে ভোট বর্জনের হুমকি

জি এম কাদের (GM Quader)–এর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (Jatiya Party – JP) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) ঢাকার গুলশানের একটি হোটেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী (Shameem Haider Patwary)।

সংবাদ সম্মেলনে শামীম হায়দার পাটোয়ারী বলেন, “জাতীয় পার্টি সবসময়ই দেশের জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। আমরা অতীতেও যেকোনো রায় মেনে নিয়েছি। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল।”

তবে তিনি সতর্ক করেন, যদি নির্বাচনী মাঠে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত না করা হয়, তাহলে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে। তাঁর ভাষায়, “জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করার পূর্বশর্ত হলো—আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। এটা করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের।”

তিনি আরও বলেন, “আমরা দুঃখজনকভাবে দেখছি যে সরকার এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হচ্ছে। তবুও আমরা আশাবাদী, অন্তর্বর্তী সরকার আমাদের জন্য নির্বাচনে সমান সুযোগ তৈরি করবে।”

প্রার্থী ঘোষণার প্রসঙ্গে তিনি জানান, যাচাই-বাছাই শেষে জাতীয় পার্টির ২৪৩টি আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং তালিকাটি আজ প্রকাশ করা হলো।

এই ঘোষণার মাধ্যমে জাপা নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতির বার্তা দিলেও সমান সুযোগ না পেলে তাদের অবস্থান কী হবে, সে বিষয়ে এক ধরনের শর্তও রেখে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *